নয়াদিল্লি: কেরলের তিরুঅনন্তপুরম থেকে দক্ষিণ আফ্রিকা যাওয়ার পথে মরিশাসের আকাশপথে ১৪ মিনিট যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের বিমানের। ফলে আতঙ্ক ছড়ায়। সতর্কবার্তা জারি করে মরিশাসের এয়ার ট্র্যাফিক কন্ট্রোল। শেষপর্যন্ত অবশ্য কোনও বিপত্তি ঘটেনি। সুষমা নিরাপদেই দক্ষিণ আফ্রিকা পৌঁছন। এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘গতকাল ভারতীয় বিমানবাহিনীর আইএফসি ৩১ উড়ানটি মালে এটিসি থেকে মরিশাসের দিকে যাওয়ার পরেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটির সঙ্গে ১৪ মিনিট যোগাযোগ করা যায়নি। সাধারণত ৩০ মিনিট কোনও বিমানের সঙ্গে যোগাযোগ না করা গেলে সতর্কতা জারি করে এটিসি। কিন্তু এক্ষেত্রে বিমানে একজন ভিআইপি থাকায় আধঘণ্টা অপেক্ষা না করেই সতর্কতা জারি করে মরিশাস এটিসি।’
এয়ারপোর্টস অথরিটির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বিদেশমন্ত্রীকে নিয়ে যাওয়া বিমানটি একটানা বেশিদূর উড়তে পারে না। গতকাল দুপুর ২.০৮ মিনিটে বিমানটি তিরুঅনন্তপুরম থেকে মরিশাসের উদ্দেশে রওনা হয়। মরিশাসে জ্বালানি ভরার কথা ছিল। ৪.৪৪ মিনিটে মালে এটিসি-র সঙ্গে শেষবার যোগাযোগ হয় বিমানটির। এরপর মরিশাস এটিসি-র সঙ্গে যোগাযোগ করার কথা ছিল বিমানটির। কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সবাইকে স্বস্তি দিয়ে ৪.৫৮ মিনিটে ফের যোগাযোগ স্থাপন করে বিমানটি। এ বিষয়ে বিদেশমন্ত্রকের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
দক্ষিণ আফ্রিকা যাওয়ার পথে ১৪ মিনিট যোগাযোগ বিচ্ছিন্ন সুষমা স্বরাজের বিমানের
Web Desk, ABP Ananda
Updated at:
03 Jun 2018 07:29 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -