নয়াদিল্লি: এবার থেকে পাকিস্তানের আকাশপথ এড়িয়ে আরব সাগরের ওপর দিয়েই আমদাবাদ থেকে উপসাগরীয় দেশগুলিতে বিমান চালাবে ভারতীয় বিমান কোম্পানিগুলি। ভারত, পাকিস্তান সম্পর্ক এখন যে তলানিতে এসে ঠেকেছে, তার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত ঘিরে জল্পনা তৈরি হয়েছে। যদিও অসামরিক বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ এর পিছনে রাজনীতির কোনও ব্যাপার নেই বলে জানিয়েছে। কয়েকটি মহল থেকে ভারত-পাক সম্পর্কে বর্তমান টেনশন, টানাপোড়েনের জেরেই প্রতিবেশী দেশের আকাশপথকে বিমান কোম্পানিগুলি যাত্রাপথের বাইরে রাখছে বলে ইঙ্গিত দেওয়া হচ্ছিল।


কিন্তু কয়েকটি বিমান কোম্পানির আবেদনেই উপসাগরীয় দেশগুলিতে বিমান চালানোর রুট নতুন করে বদল করা হল বলে খবর। ডিজিসিএ-র জনৈক শীর্ষকর্তার বক্তব্য, এয়ারপোর্টস অথরিটি অব ইন্ডিয়া (এএআই) আমদাবাদ থেকে উপসাগরীয় দুনিয়ায় সোজা রুটে বিমান চালানোর আবেদনে সায় দিয়েছে। এর ফলে জ্বালানির সাশ্রয় হবে। খরচ কমবে বিমান কোম্পানিগুলির। তিনি বলেন, আমদাবাদ থেকে উপসাগরে আমাদের দেশীয় বিমানগুলি পাকিস্তানের ওপর দিয়ে যায়। নতুন রুটে তারা ওই রাস্তা ব্যবহার করবে না।

প্রসঙ্গত, ভারতের আকাশপথ ও আশপাশের মহাসাগরীয় এলাকায় এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট পরিষেবা দিয়ে থাকে এএআই।

প্রসঙ্গত, স্পাইসজেট সমেত বেশ কয়েকটি বিমান সংস্থা আমদাবাদ থেকে উপসাগরীয় দেশগুলিতে বিমান চালায়। যাত্রাপথ বদলের ফলে তাদের জ্বালানি খরচ কমতে পারে।