মুম্বই:  ২৬ বছরের সফটওয়্যার ইঞ্জিনিয়ার। শখ করে ফ্লিপকার্টে একটি ৫৫ হাজারের আইফোন ৮-এর অর্ডার দিয়েছিলেন। বেশ কিছুদিনের অপেক্ষার পর তাঁর কাছে হাজির হয় ফ্লিপকার্টের কাগজে মোড়া আইফোন-৮। ওই তরুণ আইফোন-৮এর দাম বাবদ ৫৫ হাজার টাকা দিয়েও দেন ফ্লিপকার্টের প্রতিনিধিকে। আগ্রহের সঙ্গে বাক্স খুলে ওই তরুণ দেখেন, বাক্সে আইফোন-৮এর বদলে রয়েছে জামা-কাপড় কাচার সাবানের বার। ব্যস, তক্ষুনি চক্ষু চড়কগাছ নভি মুম্বইয়ের পানভেলবাসী ওই সফটওয়্যার ইঞ্জিনিয়ারের। তাবরেজ মেহবুব নাগরালি সঙ্গে সঙ্গে ই-রিটেলার জায়েন্টের নামে মধ্য মুম্বইয়ের বাইকুলা থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেন। এই ঘটনা সম্পর্কে ফ্লিপকার্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে, তাঁরা জানান ঘটনার তদন্ত করে দেখছেন তাঁরা। কী কারণে ডিটারজেন্ট বার ডেলিভার করা হয়েছে, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।