হায়দরাবাদ: নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতায় সংসদের ভিতরে একাধিকবার সরব হয়েছেন মজলিস-ই-ইত্তেহাদ-উল-মুসলিমিন নেতা আসাদউদ্দিন ওয়াইসি। এবার ওই বিল আইনে পরিণত হওয়ার পর রাস্তায় নেমে প্রতিবাদের পথ বেছে নিলেন তিনি। হায়দরাবাদে নাগরিক আইন বিরোধী সমাবেশ করেন ওয়াইসি। সেখানে তিনি দেশবাসীর কাছে আর্জি জানান, যারা এই নাগরিক আইনের বিরোধিতা করছে, তারা প্রত্যেকে নিজের বাড়ির বাইরে জাতীয় পতাকা ওড়ান। জাতীয় পতাকা ওড়ানোর মধ্যে দিয়ে বিজেপির কাছে এই ‘কালা আইন’-এর বিরুদ্ধে বার্তা পৌঁছে যাবে বলেই মত তাঁর।


নাগরিকের মৌলিক অধিকার রক্ষার ডাক দিয়ে এদিনের সমাবেশে পড়া হয় সংবিধান। ওয়াইসি এদিন বলেন, “এই লড়াই কেবল মুসলিমদের জন্য নয়। দলিত, আদিবাসী, উপজাতি সবার জন্যই।” এই সমাবেশ থেকেই এমআইএম প্রশ্ন তোলেন, “আমি জন্মগত ভারতীয়, কীভাবে দেশদ্রোহী হলাম?”





আসাদউদ্দিন ওয়াইসি আরও একধাপ এগিয়ে এও বলেন, “আমাকে কেন লাইনে দাঁড়াতে হবে? আমি এদেশেই জন্মেছি। আমি ভারতীয় নাগরিক। ১০০ কোটি ভারতীয়কেই লাইনে দাঁড়াতে হবে। এটা স্রেফ মুসলিমদের ইস্যু নয়। প্রতিটি মোদি ভক্তকেও লাইনে দাঁড়াতে হবে। নথি জোগাড় করতে সবাইকেই লাইনে দাঁড়াতে হবে।” স্বাধীনতার সময় মুসলিমরা জিন্নার ‘দুই দেশ তত্ত্ব’কে ছুঁড়ে ফেলে দিয়ে ভারতে থাকার সিদ্ধান্ত নিয়েছিল। এই প্রসঙ্গ উত্থাপন করার সঙ্গেই ওয়াইসি বলেন, “অন্য দেশ নিয়ে নয়, আমি ভারত নিয়েই ভাবি এবং ভারতকেই ভালবাসি। সরকার চাইলে গুলি চালাতে পারে, চালাক। কিন্তু এতে আমার ভারতপ্রেম দমে যাবে না।”