নয়াদিল্লি: আজ সংসদে সাধারণ বাজেটের সঙ্গে রেল বাজেটও পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।তিনি রেলওয়েতে ১.৪৮ লক্ষ কোটি টাকা মূলধনী ব্যয়বরাদ্দের ঘোষণা করেছেন। জাতীয় পরিবহণ ক্ষেত্রের অগ্রাধিকারের কথা মাথায় রেখে অধিকাংশ অর্থই সক্ষমতার সম্প্রসারণে ব্যয় করা হবে।
জেটলি জানিয়েছেন, রেলের জন্য আগামী অর্থবর্ষে ১.৪৮ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হল। ১৮ হাজার কিমি রেললাইন দ্বিগুণ করার প্রস্তাবও দিয়েছেন তিনি। একইসঙ্গে পরিবহণ সক্ষমতার ক্ষেত্রে প্রতিবন্ধকতা এড়াতে দেশের সমস্ত রেললাইন ব্রড গেজ করার কাজ চলছে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী।
জেটলি আরও বলেছেন, আগামী বছর ৩৬ হাজার রেল পথ সংস্কারের লক্ষ্যমাত্রা ধার্য হয়েছে। আগামী দু বছরের মধ্যে ব্রডগেজ রুটে থাকা সমস্ত অরক্ষিত ক্রসিংয়ের অবলুপ্তি ঘটানো হবে।
জেটলি জানিয়েছেন, বিশ্বমানের ট্রেন তৈরির কাজ চলছে। আসছে ডেডিকেটেড করিডোরও। অগ্রাধিকারের ভিত্তিতে বৈদ্যুতিকরণের কাজ হাতে নেওয়া হয়েছে। রোজগার বাড়াতে রেল অন্যান্য সম্ভাবনা খতিয়ে দেখবে।
সমস্ত ট্রেনে দেওয়া হবে ওয়াই-ফাই, সিসিটিভি। যে সব স্টেশনে ২৫,০০০-র বেশি যাত্রী যাতায়াত করেন, সেগুলিতে বসবে এসক্যালেটর। জেটলি জানিয়েছেন, ৬০০ টি স্টেশনের আধুনিকীকরণ করা হবে।
সিগন্যালের আধুনিকীকরণ,ফগ সেফটি ডিভাইস, যাত্রী স্বাচ্ছন্দ্য ও সুরক্ষা বৃদ্ধির মতো ক্ষেত্রই রেলের অগ্রাধিকার বলে জানিয়েছেন জেটলি।
অর্থমন্ত্রী মুম্বই শহরতলির রেল পরিষেবা সম্প্রসারণের ঘোষণাও করেছেন। এজন্য ১১,০০০ কোটি টাকা বরাদ্দের ঘোষণাও করেছেন তিনি। এছাড়াও শহরের রেল নেটওয়ার্কের জন্য ৪০ হাজার কোটি টাকা বরাদ্দের কথাও বলেছেন তিনি।
ভোটমুখী কর্নাটকের বেঙ্গালুরুর স্থানীয় রেল নেটওয়ার্কের জন্য ১৭,০০০ কোটি টাকা বরাদ্দের ঘোষণাও করা হয়েছে এবারের বাজেটে।
যাত্রী সুরক্ষায় জোর, বাজেটে রেলের জন্য বরাদ্দ ১.৪৮ লক্ষ কোটি টাকা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
01 Feb 2018 02:34 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -