নয়াদিল্লি: নোট বাতিলের জেরে দুর্ভোগে সাধারণ মানুষ। এই অভিযোগকে হাতিয়ার করে মোদী সরকারের বিরুদ্ধে এককাট্টা বিরোধীরা। এই প্রেক্ষাপটে, আশার বাণী শোনালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।


অরুণ জেটলির দাবি, নোট বাতিলে সরকারের কর আদায় বাড়বে। যার জেরে আগামী দিনে প্রত্যক্ষ ও পরোক্ষ করের পরিমাণ কমতে পারে।


এদিন জেটলি বলেন, বিপুল পরিমাণ টাকা এতদিন খোলা বাজারে ছড়িয়ে ছিল। এখন ব্যাঙ্কে এসেছে। এটা ভাল বিষয়। আগে যেখানে কর আদায় করা সম্ভব হয়নি, এবার তা হবে।


জেটলি মনে করেন, ডিজিটাল পেমেন্ট সিস্টেম পূর্ণরূপে কার্যকর হলে, সব কালো টাকা জালে চলে আসবে। এর সরাসরি প্রভাব পড়বে দেশের বর্তমান কর-ব্যবস্থার ওপর।


জেটলির আশা, করছাড়ের ঊর্ধ্বসীমা ভবিষ্যতে বৃদ্ধি পেতেই পারে। তিনি বলেন, একটা সময় আসবে যখন সরকারের পক্ষেও প্রত্যক্ষ ও পরোক্ষ করকে আরও সহজ করা সম্ভব হবে সরকারের।


কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ইঙ্গিত, আয়ের সঙ্গে সঙ্গতিহীন অর্থ ব্যাঙ্কে জমা পড়লে, তার উপর কর বাবদ সরকারি কোষাগারে প্রচুর অর্থ আসবে। আর তাই আগামী দিনে করের হার কমানোর রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনা। অর্থাৎ আগামী দিনে কমতে পারে আয়করের হার।


ব্যাঙ্কের হাতে প্রচুর অর্থ আসায় এবং সেইসঙ্গে করের হারও কমলে, ব্যাঙ্কগুলিও গ্রাহক টানতে বাড়ি-গাড়ির ঋণে সুদের হার কমাতে পারে। সেক্ষেত্রে মধ্যবিত্তের মুখে হাসি ফুটতে পারে। আপাতত অপেক্ষা বাজেটের। নোট ভোগান্তি ভোলাতে মোদী সরকার ঝুলি থেকে কী বার করে সেদিকেই নজর সবার।