নয়াদিল্লি: কিডনির সমস্যায় ভুগছেন অরুণ জেটলি। সূত্রের খবর, অস্ত্রোপচার করা হতে পারে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর।


৬৫ বছরের জেটলির এখন শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন, মূলত কিডনির সমস্যায় ভুগছেন তিনি। এখনও পর্যন্ত হাসাপাতালে ভর্তি না করা হলেও, সংক্রমণের আশঙ্কা থাকায় চিকিৎসকরা তাঁকে বাড়ির বাইরে বেরোতে মানা করেছেন।


সূত্রের খবর, গত সোমবার থেকে দফতর আসছেন না জেটলি। এমনকী, উত্তরপ্রদেশ থেকে রাজ্যসভায় পুনর্নির্বাচিত হওয়ার পর শপথগ্রহণ অনুষ্ঠানেও হাজির হননি তিনি। তবে, বাড়ি থেকেই বিভিন্ন ফাইলে সই করছেন বলে জানা গিয়েছে।


২০১৪ সালে বিজেপি-শাসিত সরকার কেন্দ্রে ক্ষমতায় আসার পরপরই বেরিয়াট্রিক সার্জারি করিয়েছিলেন জেটলি। সূত্রের খবর, জেটলির বর্তমান অসুস্থতা সেই অস্ত্রোপচারের ফলেই ঘটে থাকতে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা।


সূত্রের খবর, বাসভবনেই জেটলির চিকিৎসা করছেন এইমসের চিকিৎসক দল। কিডনি-প্রতিস্থাপন প্রয়োজন কি না, সেই নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। জানা গিয়েছে, চিকিৎসকরা পরামর্শ দিলে এইমসের কার্ডিও-নিউরো টাওয়ারে ভর্তি করা হতে পারে জেটলিকে।


এখানে বলে রাখা প্রয়োজন, দীর্ঘদিন ধরেই ক্রনিক ডায়াবেটিসে ভুগছেন জেটলি। কয়েক বছর আগে তাঁর হার্ট সার্জারিও হয়। ২০১৪ সালে ওজন কমানোর জন্য তাঁর অস্ত্রোপচার করা হয়েছিল।