নয়াদিল্লি: ভার্থুর হ্রদ থেকে বিষাক্ত ফেনা ছড়িয়ে পড়ছে বেঙ্গালুরুর রাস্তায়। ফলে প্রবল যানজট হচ্ছে। এ বিষয়ে কর্ণাটক সরকার এবং বেঙ্গালুরু পুরসভার তীব্র সমালোচনা করল জাতীয় গ্রিন ট্রাইব্যুনাল। এক বিচারপতি গ্রিন ট্রাইব্যুনালের বেঞ্চকে জানান, বেঙ্গালুরুতে প্রাক-মরসুম বৃষ্টির পর ফের রাস্তায় ছড়িয়ে পড়েছে ভার্থুর হ্রদের ফেনা। এরপরেই কর্ণাটক সরকার ও পুরসভাকে তোপ দেগে জাতীয় গ্রিন ট্রাইব্যুনালের চেয়ারপার্সন বিচারপতি স্বতন্ত্র কুমার বলেছেন, ‘এটা কী হচ্ছে? কীভাবে রাস্তায় এত ফেনা ছড়িয়ে পড়ছে? আপনারা কেন ফেনার উৎস বন্ধ করতে পারছেন না? যানজটের ফলে বায়ুদূষণ হচ্ছে। এর আগে আপনারা হ্রদে আগুন ধরিয়ে দিয়েছিলেন। এখন যানজট তৈরি করেছেন। আপনারা এটা করতে পারেন না। এই বিষয়ে আপনারা নজর দিন এবং সমস্যার সমাধান করুন।’
ভার্থুর হ্রদ থেকে ছড়িয়ে পড়ার ফলে বেঙ্গালুরুর মানুষ সমস্যায় পড়েছেন। শুধু দূষণ বা যানজটই নয়, ওই হ্রদের দুর্গন্ধের ফলেও মানুষের চরম অস্বস্তি হচ্ছে। এর আগে দূষণের ফলে বেঙ্গালুরুর বেলান্দুর হ্রদে আগুন ধরে গিয়েছিল। কয়েকদিন ধরে ওই হ্রদের চারপাশে ঘন ধোঁয়া দেখা গিয়েছিল। এ বছরের ২০ ফেব্রুয়ারি এ বিষয়ে কর্ণাটক সরকারকে চেপে ধরেছিল গ্রিন ট্রাইব্যুনাল। কিন্তু কয়েক মাসের মধ্যেই ফের বেঙ্গালুরু হ্রদে দূষণ দেখা যাচ্ছে। এ বিষয়ে অবশ্য ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন কর্ণাটক দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আইনজীবী।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
বেঙ্গালুরুর রাস্তায় ভার্থুর হ্রদের বিষাক্ত ফেনা, কর্ণাটক সরকারকে তোপ গ্রিন ট্রাইব্যুনালের
Web Desk, ABP Ananda
Updated at:
31 May 2017 08:36 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -