মুম্বই: ওপরতলার পরিবর্তন নিয়ে মাথা না ঘামিয়ে নিজের নিজের কাজে মন দিন। অন্তর্বর্তীকালীন চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে বিভিন্ন শাখার প্রধানদের সাফ জানিয়ে দিলেন রতন টাটা।

আজ মুম্বইয়ের বম্বে হাউসে সংস্থার ম্যানেজিং ডিরেক্টরদের উদ্দেশ্যে তিনি বেলন, আমি খুব কম সময়ের জন্য দায়িত্ব নিয়েছি। খুব তাড়াতাড়িই নতুন নেতৃত্ব বেছে নেওয়া হবে। কিন্তু কোনও শূন্যস্থান যেন তৈরি না হয়, তা আমাদের দেখতে হবে। তাই ওপরতলায় কী পরিবর্তন হচ্ছে তা নিয়ে মাথা না ঘামিয়ে মনোযোগী হতে হবে নিজের কাজে।

প্রায় তিন-ঘণ্টা ধরে চলে বৈঠক। এরপর সংস্থার তরফে একটি বিবৃতি জারি করা হয়। সেখানে রতন টাটাকে উদ্ধৃত করে বলা হয়েছে, অতীত নয়, সংস্থার উচিত এখন বর্তমান নিয়ে ভাবনাচিন্তা করা। বাজারে সংস্থার অবস্থান ও প্রতিযোগিতা নিয়ে পর্যালোচনা করা।

এদিন ঘুরিয়ে সাইরাসের বহিষ্কার প্রসঙ্গে বলতে গিয়ে রতন টাটা বলেন, গোষ্ঠীর মধ্যে বর্তমানে যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, তা সংস্থার পরিবর্তন এবং উন্নয়নের জন্য।

তিনি যোগ করেন, ভবিষ্যতেও আপনাদের সঙ্গে আলোচনা করেই সব সিদ্ধান্ত নেওয়া হবে তা । এই প্রসঙ্গে, তিনি সকলের সহযোগিতা চেয়েছেন। একইসঙ্গে তিনি মনে করিয়ে দেন, প্রতিষ্ঠানের চেয়ে কেউ বড় নয়।

গতকাল হঠাৎই বড়সড় রদবদল হয় টাটা গোষ্ঠীতে। মাত্র চার বছরের মাথায় দেশের অন্যতম বড় কর্পোরেট হাউস টাটা সন্সের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয় সাইরাস মিস্ত্রীকে।

৪ মাসের জন্য দায়িত্ব দেওয়া হয় রতন টাটাকে। এই ৪ মাসের মধ্যে নতুন চেয়ারম্যান খোঁজার জন্য গঠন করা হয়েছে ৫ সদস্যের সার্চ কমিটিও।