রাঁচি: ৮৯ লক্ষ টাকার পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় শনিবার বিহারের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদব, জগন্নাথ মিশ্র সহ ২২ জনের ভাগ্য নির্ধারিত হবে বিশেষ সিবিআই আদালতে। বিচারপতি শিবপাল সিংহের এজলাসে হাজির থাকবেন লালু। তিনি শুক্রবারই ছোট ছেলে তেজস্বী যাদবের সঙ্গে রাঁচিতে হাজির হয়েছেন।

১৯৯১ থেকে ১৯৯৪ সালের মধ্যে পশুখাদ্যের নাম করে দেওঘরের কোষাগার থেকে ৮৯ লক্ষেরও বেশি টাকা তুলে নেওয়া হয়েছিল বলে অভিযোগ। লালু, জগন্নাথ ছাড়াও এই মামলায় অভিযুক্তদের মধ্যে আছেন প্রাক্তন সাংসদ আর কে রানা, তিন প্রাক্তন আইএএস অফিসার ফুলচাঁদ সিংহ, বেক জুলিয়াস ও মহেশ প্রসাদ, বিহারের প্রাক্তন মন্ত্রী বিদ্যাসাগর নিশাদ, পাবলিক অ্যাকাউন্টস কমিটির প্রাক্তন চেয়ারম্যান জগদীশ শর্মা ও ধ্রুব ভগত।

১৯৯৭ সালের ২৭ অক্টোবর ৩৮ জনের বিরুদ্ধে চার্জশিট দেয় সিবিআই। ইতিমধ্যেই অভিযুক্তদের মধ্যে ১১ জনের মৃত্যু হয়েছে। তিনজন রাজসাক্ষী হয়েছেন এবং দু’জন নিজেদের অপরাধ স্বীকার করেছেন। ২০০৬-২০০৭ সালে তাঁদের সাজা দেওয়া হয়।

লালুদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২০ বি, ৪০৯, ৪১৮, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১, ৪৭৭ (এ), ২০১ ও ৫১১ এবং দুর্নীতি দমন আইনের ১৩ (১) ডি ও ১৩ (২) অভিযোগ দায়ের করা হয়েছে। এ মাসের ১৩ তারিখ এই মামলার রায় স্থগিত রাখে আদালত। শনিবার রায় দেওয়া হবে বলে জানা গিয়েছে। এই মামলাটি ছাড়াও লালুর বিরুদ্ধে পশুখাদ্য কেলেঙ্কারির আরও তিনটি মামলা ঝুলছে।