পটনা: গতকালই পশুখাদ্য কেলেঙ্কারিকে সাড়ে তিন বছর জেল হয়েছে তাঁর। রাতে লালুপ্রসাদ যাদব এ ব্যাপারে একটি খোলা চিঠি লিখে টুইটারে পোস্ট করলেন।

হিন্দিতে লেখা চিঠিটিতে লালু দাবি করেছেন, এই সাজা তাঁকে ভীত করে তোলেনি, ধর্মনিরপেক্ষতা, দলিত ও পিছিয়ে পড়া শ্রেণির অধিকার সংক্রান্ত তাঁর রাজনৈতিক আদর্শ নিয়ে কোনওমতেই বোঝাপড়ায় যাবেন না তিনি।

[embed]https://twitter.com/laluprasadrjd/status/949616387697164288[/embed]

তিনি অভিযোগ করেছেন, বিজেপি কালো জাদু ও ডাইনিবিদ্যায় পারদর্শী। তাঁর দাবি, বিজেপির নীতি খুব সোজা- হয় আমাদের মেনে নাও, না হলে তোমায় ধ্বংস করব। কিন্তু সামাজিক ন্যায়, মৈত্রী ও সাম্যের স্বার্থে নিজেকে কাঠগড়ায় তুলতে তাঁর আপত্তি নেই। আর এক টুইটে বলেছেন লালু।

[embed]https://twitter.com/laluprasadrjd/status/949645833900707840[/embed]

২১ বছর আগে দেওঘর কোষাগার থেকে জালিয়াতি করে পশুখাদ্যের জন্য বরাদ্দ ৮৯.২৭ লাখ টাকা তুলে নেওয়া হয়। সেই মামলায় সাড়ে ৩ বছর জেল হল লালুর, সঙ্গে ১০ লাখ টাকা জরিমানা।

লালুর ছেলে তেজস্বী যাদব টুইটারে জানান, এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে যাবেন তাঁরা। বিহারের মুখ্যমন্ত্রী ও বিজেপির জোটসঙ্গী নীতীশ কুমারকে বিদ্রূপাত্মক ধন্যবাদও জানান।

[embed]https://twitter.com/yadavtejashwi/status/949632358629568513?ref_src=twsrc%5Etfw&ref_url=http%3A%2F%2Fzeenews.india.com%2Fpatna%2Ffodder-scam-lalu-pens-open-letter-from-jail-takes-a-swipe-at-bjp-2072389.html[/embed]

লালুর মেয়ে মিশা ভারতী আবার টুইট করেন, দলিত ও পিছিয়ে পড়া শ্রেণির সত্যিই বিচার চাই কিনা।

[embed]https://twitter.com/MisaBharti/status/949666642308431879?ref_src=twsrc%5Etfw&ref_url=http%3A%2F%2Fzeenews.india.com%2Fpatna%2Ffodder-scam-lalu-pens-open-letter-from-jail-takes-a-swipe-at-bjp-2072389.html[/embed]

লালুর শাস্তিতে বিহারে জোটের ওপর কোনও প্রভাব পড়বে না বলে জানিয়েছে প্রদেশ কংগ্রেস। সামাজিক ন্যায় ও ধর্মনিরপেক্ষতার জন্য লড়াই চলবে বলে তাদের দাবি।