পটনা: পিছিয়ে গেল পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের সাজা ঘোষণা। সূত্রের খবর, আগামীকাল দেওঘর ট্রেজারি মামলায় সাজা শোনাবে রাঁচির বিশেষ সিবিআই আদালত। সকাল রাঁচির বিরসা মুন্ডা জেলে বন্দি লালুপ্রসাদকে আদালত চত্বরে নিয়ে আসা হয়। সাজা ঘোষণা উপলক্ষে আদালত চত্বরে জারি হয় কড়া নিরাপত্তা। মোট ৯৫০ কোটির পশুখাদ্য কেলেঙ্কারি মামলার অন্তর্ভুক্ত দেওঘর ট্রেজারি মামলায় ৮৯ লক্ষ ২৭ টাকার আর্থিক নয়ছয়ের অভিযোগে মামলা দায়ের হয়। গত ২৩শে ডিসেম্বর এই মামলায় দোষী সাব্যস্ত হন লালুপ্রসাদ।
প্রথমে জানা গিয়েছিল আজ সকাল ১১টার পর হতে পারে এই মামলার সাজা ঘোষণা। তারপর জানা যায় দুপুর দুটোর পর হবে সাজা ঘোষণা। অবশেষে পিছিয়ে গেল এই মামলার সাজা ঘোষণা।
Exit Poll 2024
(Source: Poll of Polls)
পশুখাদ্য কেলেঙ্কারি মামলা: লালুপ্রসাদের সাজা ঘোষণা পিছিয়ে কাল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Jan 2018 09:33 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -