নয়াদিল্লি: রাজধানী দিল্লি সহ গোটা উত্তর ভারত জুড়ে ঘন কুয়াশার দাপট। সকালের দিকে কুয়াশা থাকায় দৃশ্যমানতা একেবারে কমে যাচ্ছে। এর প্রেক্ষিতে গাজিয়াবাদ ও নয়ডা প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে এখন থেকে অন্য সময় শুরু হবে সমস্ত সরকারি ও বেসরকারি স্কুলের। আজ থেকেই লাগু হয়েছে সেই নির্দেশিকা। এছাড়া কুয়াশার দাপটে ট্রেন ও বিমান পরিষেবাও মারাত্মক ভাবে ব্যহত।
প্রায় ৭০টি ট্রেন এরমধ্যে বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেন রয়েছে, যেগুলো সময়ের চেয়ে অনেক দেরিতে চলছে। এছাড়া দুটি ট্রেন বাতিল করা হয়েছে। তিরিশটি ট্রেনের সময় বদলানো হয়েছে।
দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান পরিষেবাও ব্যহত। কুয়াশার জন্যে বারাণসী, দিল্লি, শ্রীনগর, অমৃতসর, তুতিকরিন, আইজল, চণ্ডীগড়, পোর্ট ব্লেয়ার, জব্বলপুর সহ বিভিন্ন জায়গার মধ্যে বিমান চলাচল ব্যহত।
আবহাওয়া দফতর সূত্রে খবর, ভোর পাঁচটার সময় দৃশ্যমানতা সবচেয়ে কম থাকে। একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতির উন্নতি হলেও, স্বাভাবিক জীবন ব্যহত হচ্ছে কুয়াশার দাপটে।
দিল্লি সহ গোটা উত্তর ভারতে ঘন কুয়াশার দাপট, পরিবর্তন করা হল স্কুলের সময়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 Dec 2016 09:51 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -