নয়াদিল্লি: রাজধানী দিল্লি সহ গোটা উত্তর ভারত জুড়ে ঘন কুয়াশার দাপট। এরফলে ব্যাহত বিমান ও রেল পরিষেবা। কুয়াশার জেরে প্রায় ৮১টি ট্রেন দেরিতে চলছে, ১৩ টি ট্রেন বাতিল করা হয়েছে, রুট ঘুরিয়ে দেওয়া হয়েছে ৪০টি ট্রেনের, জানিয়েছে রেলের এক উচ্চপদস্থ আধিকারিক।


যেসমস্ত ট্রেন দেরিতে চলছে তারমধ্যে রয়েছে রাজধানী এক্সপ্রেস, দুরন্ত এক্সপ্রেস, সম্পর্কক্রান্তি এক্সপ্রেস, পুরুষোত্তম-উত্কল এক্সপ্রেস, নন্দনকানন এবং হিরাকুঁদ এক্সপ্রেস।





শুধু ট্রেন পরিষেবা নয়, কুয়াশার জেরে ব্যাহত রাজধানী দিল্লির বিমান পরিষেবাও। রানওয়েতে দুর্বল দৃশ্যমানতার জন্যে বহু বিমান বাতিল করতে হয়েছে। নটি আন্তর্জাতিক বিমান ও চারটি আন্তরাজ্য বিমান ছাড়তে দেরি হয়েছে। একটি দিল্লি-লখনউ বিমান বাতিল করা হয়েছে।

 




শুক্রবার প্রায় ১৪০টি বিমান দেরিতে ছেড়েছে, বাতিল হয়েছে সাতটি বিমান। প্রসঙ্গত, এই নিয়ে টানা দ্বিতীয় দিনের জন্যে সম্পূর্ণ বিপর্যস্ত বিমান পরিষেবা।

প্রতিটি বিমান সংস্থা তাঁদের যাত্রীদের বিমানবন্দরে আসার আগে ফ্লাইটের স্ট্যাটাস দেখে নেওয়ার আর্জি জানিয়েছেন। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েকদিনে উত্তর ভারতের তাপমাত্রা আরও কমবে, সঙ্গে বাড়বে কুয়াশার দাপট।

আজ দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছিল ১১.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আদ্রতা ৯৮ শতাংশ থেকে ৫৭ শতাংশের মধ্যে ঘোরাফেরা করবে।