মুম্বই: মহারাষ্ট্রের মাল্টিপ্লেক্সগুলিতে খাবারের দাম অত্যধিক। রাজ্য সরকার কেন নিয়ন্ত্রণ করছে না? আজ এই প্রশ্নই তুলল বম্বে হাইকোর্ট। বিচারপতি রঞ্জিৎ মোর ও বিচারপতি অনুজা প্রভুদেশাইয়ের বেঞ্চ বলেছে, ‘মাল্টিপ্লেক্সগুলিতে যে খাদ্য ও পানীয় বিক্রি করা হয়, তার গলাকাটা দাম নেওয়া হয়। কখনও কখনও সিনেমার টিকিটের দামের চেয়ে খাবারের দাম বেশি হয়ে যায়। সরকার সাধারণ মানুষকে বাড়ি থেকে খাবার নিয়ে যাওয়ার অনুমতি দিতে পারে না। সেটা আমরা বুঝি। কিন্তু তাহলে কেন সিনেমা হলে খাবারের দাম নিয়ন্ত্রণ করা হয় না?’


মহারাষ্ট্রের মাল্টিপ্লেক্স ও সিনেমা হলগুলিতে বাইরের খাবার নিয়ে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে বম্বে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন জৈনেন্দ্র বক্সী নামে এক ব্যক্তি। তাঁর আইনজীবী আদিত্য প্রতাপ দাবি করেন, সিনেমা হলে বাইরের খাবার বা জল নিয়ে যাওয়া নিষিদ্ধ করার কোনও আইন নেই। মহারাষ্ট্র সিনেমাজ (নিয়ন্ত্রণ) আইনে বলা হয়েছে, সিনেমা হলগুলিতে খাবার বিক্রি করা যাবে না।

পাল্টা মাল্টিপ্লেক্স মালিকদের সংগঠনের আইনজীবী ইকবাল চাগলা দাবি করেন, ‘আমি যদি আগামীকাল একটি পাঁচতারা হোটেলে যাই, তাহলে কফির দাম কমাতে বলতে পারি না। কারণ, আমি ব্যয়বহুল হোটেলে খেতে গিয়েছি। সেভাবেই একজন মাল্টিপ্লেক্সে গিয়ে ২০০ টাকা দিয়ে এক গ্লাস কোলা কেনেন। এটা সংশ্লিষ্ট ব্যক্তির সিদ্ধান্ত। আমি কোলা কোম্পানিকে দাম কমানোর কথা বলতে পারি না। নিরাপত্তার কারণেই দর্শকদের বাড়ি থেকে খাবার নিয়ে যেতে দেওয়া হয় না। তাঁরা তিন ঘণ্টার মধ্যে কিছু না কিনতেই পারেন। জল প্রয়োজনীয় হওয়ায় আমরা বিনামূল্যে ফিল্টার ও আর ও জল দিই।’

সওয়াল-জবাব শুনে বিচারপতিরা বলেন, ‘মাল্টিপ্লেক্স মালিকদের সংগঠন দর্শকদের খাবার ও পানীয় কিনতে বাধ্য করছে। ইচ্ছামতো দামে খাবার বিক্রি করা হচ্ছে। খাবারের দামে নিয়ন্ত্রণ আনার বিষয়ে সরকারের অবস্থান জানিয়ে চার সপ্তাহের মধ্যে হলফনামা দিতে হবে।’