নয়াদিল্লি: সংসদের ক্যান্টিনে এমপি ও অন্যদের খাবারের পিছনে আর ভর্তুকি মিলবে না। জানালেন লোকসভার স্পিকার ওম বিড়লা। ২৯ জানুয়ারি থেকে সংসদের পরবর্তী অধিবেশন বসছে। তার প্রস্তুতির কথা বলতে গিয়ে সাংবাদিকদের তিনি সংসদের ক্য়ান্টিনে খাবারের ওপর ভর্তুকি বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান। যার অর্থ, সংসদের ক্যান্টিনের খাবারের দাম বাড়ছে। ভর্তুকি তুলে নেওয়ায় আর্থিক ক্ষেত্রে কী প্রতিক্রিয়া হতে পারে, স্পিকার তার উল্লেখ করেননি। তবে বছরে এতে ৮ কোটি টাকার বেশি সাশ্রয় হতে পারে বলে জানিয়েছে একটি সূত্র।
প্রসঙ্গত, সংসদের ক্যান্টিনে নানা ধরনের সুস্বাদু পদ মেলে বাইরের খাবারের দোকান, রেস্তোরাঁর থেকে অনেক কম দামে। হায়দরাবাদি চিকেন বিরিয়ানি পাওয়া যায় মাত্র ৬৫ টাকায়! কেন সাংসদরা আমজনতার তুলনায় সস্তায় খাবার পাবেন, তা নিয়ে আলোচনা, চর্চা চলছে বেশ কিছুদিন ধরেই। ২০১৫-য় একবার প্রবল শোরগোল হয়। জানা যায়, ওই ক্যান্টিনে খাবারের ওপর ৮০ শতাংশ পর্যন্ত ভর্তুকি দেওয়া হয়। স্পিকারের ঘোষণায় পরিষ্কার, এখন থেকে সংসদের ক্যান্টিনে খাবারের যা দাম, তাই দিতে হবে।
বিড়লা সাংবাদিকদের জানান, সংসদের ক্যান্টিন এবার থেকে নর্দান রেলওয়ের পরিবর্তে চালাবে আইটিডিসি। পাশাপাশি সব সাংসদকেই তিনি আগামী বাজেট অধিবেশন শুরুর আগেই কোভিড-১৯ পরীক্ষা করিয়ে নেওয়ার আবেদন করা হবে বলেও জানান। সাংসদদের আরটি-পিসিআর কোভিড-১৯ পরীক্ষা করানোর যাবতীয় ব্যবস্থা তাঁর বাসভবনের সামনেই করা হয়েছে বলে জানান স্পিকার। সংসদ ভবন চত্বরেও ২৭-২৮ জানুয়ারি আরটিপিসিআর কোভিড-১৯ পরীক্ষা করা হবে। সাংসদদের পরিবারের সদস্য ও কর্মীদেরও এই পরীক্ষা করানোর যাবতীয় বন্দোবস্ত থাকবে।
স্পিকার আরও জানান, কেন্দ্র ও রাজ্যগুলি কোভিড-১৯ ভ্যাকসিনের টিকা দেওয়ার যে নীতি চূড়ান্ত করেছে, তার আওতায় সাংসদরাও পড়বেন। কোভিড ১৯ সংক্রমণ ঠেকাতে চালু হওয়া লকডাউন এখন আর বহাল নেই। স্বাস্থ্যকর্মী ও সামনের সারির কোভিড যোদ্ধাদের করোনা ভ্যাকসিনের টিকা দেওয়ার অভিযানও শুরু হয়ে গিয়েছে। কিন্তু তা সত্ত্বেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সতর্ক থাকার ক্ষেত্রে শিথিলতা না দেখানোর পরামর্শ দিয়েছেন। সেইমতো লোকসভা ও রাজ্যসভার কাজের সময় কিছুটা কাটছাঁট করা হচ্ছে। রাজ্যসভা যেমন সকাল ৯টায় বসে চলবে দুপুর ২টো পর্যন্ত। তেমনই লোকসভা চলবে দ্বিতীয়ার্ধে, বিকেল চারটে থেকে রাত ৮টা পর্যন্ত। প্রশ্নোত্তর পর্ব চলবে ইতিমধ্যেই ঠিক হওয়া সময়সূচি মেনে, অর্থাৎ ১ ঘণ্টা।