জেহানাবাদ (বিহার): নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে বিহারের জেহানাবাদে মদ্যপান করে বিপাকে দু ভাই। মস্তান মাঞ্ঝি ও সেন্তার মাঞ্ঝি নামে দু ভাইয়ের ৫ বছরের কারাবাস, মাথাপিছু ১ লক্ষ টাকা জরিমানা হল।
২০১৬-র বিহার প্রহিবিশন অ্যান্ড এক্সাইজ অ্যাক্টে তাঁদের দোষী সাব্যস্ত করে সাজা দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক টি এন ত্রিপাঠি।
২৯ মে মদ্যপান করেন জেহানাবাদের উটা এলাকার বাসিন্দা দু ভাই। তাঁদের গ্রেফতার করে এক্সাইজ দপ্তরের লোকজন। দুটি পৃথক মামলা দায়ের হয়েছে।
বিচারক জানিয়েছেন, জরিমানা অনাদায়ে বাড়তি এক বছর জেল খাটতে হবে।
নিষেধাজ্ঞা ভেঙে মদ্যপান, বিহারে ৫ বছরের জেল, মাথাপিছু ১ লক্ষ টাকা জরিমানা দু ভাইয়ের
Web Desk, ABP Ananda
Updated at:
10 Jul 2017 09:06 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -