মুম্বই: স্বাধীনতার লক্ষ্যে যেভাবে আন্দোলন হয়েছিল, সেভাবেই এবার উন্নয়নের জন্য আন্দোলনের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, ‘নতুন ভারতের স্বপ্ন পূরণ করার কাজে আমাদের সবারই যুক্ত হওয়া উচিত। সবার জন্য সমান সুবিধা এবং আত্মসম্মানই নতুন ভারতের মন্ত্র হবে। সেই লক্ষ্যেই স্বাধীনতা আন্দোলেনর মতো উন্নয়নের জন্য আন্দোলন চাই। সবার আকাঙ্খাই দেশকে এগিয়ে নিয়ে যাবে।’
নাম না করে কংগ্রেসের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেছেন, ‘গত কয়েক দশক ধরে ভুল নীতির ফলে আমরা ভুল পথে চালিত হয়েছি। অতীতে ভোটে রাজনীতির কথা ভেবে বা কর্তাদের খেয়াল-খুশি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হত। কিন্তু এখন পরিস্থিতি বদলে গিয়েছে। বর্তমান সরকার যে কোনও বিষয়কে সংকীর্ণ দৃষ্টিতে না দেখে সারা দেশের কথা ভেবে সিদ্ধান্ত নেয়।’
মোদীর মতে, নতুন ভারত অন্য কারও কাছ থেকে দয়া বা উপকার নেওয়ার বদলে সুযোগ চায়। সবাইকে সমান সুযোগ দিতে হবে। দেশের মানুষ একজোট হয়ে অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছেন। এতে নতুন ভারতের ভিত্তি শক্তিশালী হবে। বর্তমান সরকার কর্মসংস্কৃতি বদলে দিয়েছে। সাধারণ মানুষের যাতে সুবিধা হয়, সেই ব্যবস্থা করা হচ্ছে।
উন্নয়নও আন্দোলনে পরিণত হোক, বার্তা প্রধানমন্ত্রীর
Web Desk, ABP Ananda
Updated at:
19 Mar 2017 12:02 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -