বেঙ্গালুরু:  দীপাবলীর আগে বেঙ্গালুরুর একটি এটিএম মেশিন সবার নজর কেড়েছে। সাধারণত এটিএম থেকে গ্রাহকরা টাকা তোলেন। কিন্তু বেঙ্গালুরুর ওই এটিএম থেকে টাকা নয়, বেরোচ্ছে সোনা। সোনা পেতে এটিএম মেশিনটিতেই দিতে হচ্ছে দাম।


দীপাবলী উপলক্ষ্যে  এটিএম মেশিনটির মাধ্যমে পরীক্ষামূলকভাবে অভিনব উদ্যোগ শুরু করেছে অনলাইন গয়না কোম্পানি ব্লুস্টোন।

এই এটিএম থেকে গয়না বের করার পদ্ধতিটা খুবই সহজ। এটিএম ব্যবহারকারীরা কোনও ঝঞ্ঝাট ছাড়াই তা করতে পারেন।

এক গ্রাহক বললেন, এ তো একেবারেই সহজ। সোনার কয়েন কিনতে গেলে আর দোকানে গিয়ে সময় নষ্ট করতে হচ্ছে না।

সোনার দাম মেটানোর ক্ষেত্রে গ্রাহকদের কাছে বিকল্পও রাখা হয়েছে। গ্রাহকরা নগদ বা ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে দাম মেটাতে পারেন। বাজার দরে ১ গ্রাম থেকে ২০ গ্রামের সোনার কয়েন এটিএম থেকে পাওয়া যাচ্ছে। সেইসঙ্গে সোনাটা কতটা খাঁটি ও আসল, তার শংসাপত্রও মিলছে এটিএম মেশিন থেকেই।

এখনও পর্যন্ত গ্রাহকদের কাছ থেকে সে সাড়া মিলেছে তাতে খুশি ব্লুস্টোন কর্তৃপক্ষ। দেশের অন্যান্য শহরেও এই মেশিন চালু করা সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেছে।