জম্মু: পাকিস্তানের সেনাবাহিনীর সংঘর্ষ বিরতি লঙ্ঘনের উপযুক্ত জবাব দিচ্ছে ভারতীয় সেনাবাহিনী। সীমান্তে পাক সেনার একটি গুলির জবাবে ১০টি গুলি চালাচ্ছেন ভারতের জওয়ানরা। এমনই দাবি করলেন জম্মু ও কাশ্মীরের উপমুখ্যমন্ত্রী নির্মল সিংহ।


আজও পুঞ্জ জেলায় ভারতীয় সেনাবাহিনীর চৌকি এবং সীমান্তবর্তী গ্রামগুলি লক্ষ্য করে গোলাবর্ষণ শুরু করে পাক সেনা। এই গোলাবর্ষণে ৪০ বছর বয়সি এক মহিলার মৃত্যু হয়েছে। সেনাবাহিনীরও এক আধিকারিকের মৃত্যু হয়েছে কৃষ্ণা ঘাঁটি সেক্টরে। পাক সেনাবাহিনীকে পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

এ প্রসঙ্গেই জম্মু ও কাশ্মীরের উপমুখ্যমন্ত্রী বলেছেন, ‘পাকিস্তানকে উপযুক্ত জবাব দেওয়া হচ্ছে। পাকিস্তান যে ভাষা ভাল বোঝে, তাদের সেই ভাষাতেই জবাব দেওয়া হচ্ছে। পাকিস্তানের সেনাবাহিনী যেভাবে সীমান্তে নির্মমভাবে সাধারণ মানুষকে হত্যা করছে, সেটা মেনে নেওয়া হবে না। সামরিক এবং কূটনৈতিকভাবে ওদের মোকাবিলা করা হবে।’