এই প্রথম সেনার হাতে আসতে চলেছে অ্যাটাক হেলিকপ্টার, মিলল ছাড়পত্র
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 Aug 2017 10:36 AM (IST)
নয়াদিল্লি: এই প্রথম সেনার হাতে আসতে চলেছে অ্যাটাক হেলিকপ্টার ,বোয়িং অ্যাপাচে। মার্কিন কোম্পানি বোয়িংয়ের কাছ থেকে ৪১৬৮ কোটি টাকায় ছয়টি অ্যাপাচে হেলিকপ্টার কেনার সিদ্ধান্তে অনুমতি দিল প্রতিরক্ষামন্ত্রক। এগুলি সেনার হাতে এসে পৌঁছবে ২০২১ নাগাদ। সূত্রের খবর, সেনার ওই হেলিক্টারগুলি পশ্চিম সীমান্তে মোতায়েন করা হবে।সীমান্তে ট্যাঙ্ক ফরমেশনের সহায়ক হিসেবে কাজ করবে ওই হেলিকপ্টার। এগুলির কাজ হবে ভারতীয় বায়ুসেনার কপ্টারগুলির মতোই। ২০১৫-তে ভারত বোয়িংয়ের কাছ থেকে ২২ টি অ্যাপাচে ও ১৫ টি ভারী পণ্যবাহী চিনুক হেলিপক্টার ক্রয়ের চুক্তি করেছিল। এই চুক্তির অন্তর্ভূক্ত ছিল যন্ত্রপাতি, কলকব্জা, প্রশিক্ষণ ও অস্ত্রশস্ত্র। প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলির সভাপতিত্বে অনুষ্ঠিত ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিলের বৈঠকে সেনাবাহিনীর জন্য বোয়িং এএইচ-৬৪ অ্যাপাচে ক্রয়ের ছাড়পত্র দেওয়া হয়েছে। বোয়িং এএইচ-৬৪ অ্যাপাচে হেলিকপ্টার বিশ্বের অত্যাধুনিক বহুমুখী ব্যবহারযোগ্য হেলিকপ্টার। এই হেলিকপ্টার ব্যবহার করে মার্কিন সেনা সহ বিভিন্ন আন্তর্জাতিক বাহিনী। এতে চারটি ব্লেড রয়েছে। দুজন বসতে পারেন। যুদ্ধক্ষেত্রে অনেকক্ষণ টিকে থাকতে পারে। হেলিকপ্টারটিতে ৩০ মিমি এম বন্দুক রয়েছে। যেকোনও আবহাওয়াতেই কপ্টারটি উড়তে পারে। এমনকি রাতেও অভিযান চালাতে সক্ষম। সেনা যে হেলিকপ্টারের বরাত দিয়েছে তাতে অ্যান্টি-ট্যাঙ্ক ক্ষেপনাস্ত্রও রয়েছে। বোয়িং এএইচ-৬৪ই বিভিন্ন সেন্সরের মাধ্যমে শক্ত কাঠামো বা ট্যাঙ্ক চিহ্নিত করে তা ধ্বংস করতে পারে। গত চার বছরে এই বিমান তাদের হাতে রাখার প্রয়োজনীয়তা সম্পর্কে প্রতিরক্ষামন্ত্রককে বুঝিয়েছিল সেনাবাহিনী। বায়ুসেনার ওপর যাতে সবসময় নির্ভর করতে না হয়, সেজন্যই এ ধরনের হেলিকপ্টারের প্রয়োজনের কথা বলেছিল সেনা। সেই মতো সেনা এই প্রথম ফাইটার হেলিকপ্টার পেতে চলেছে।