নয়াদিল্লি: বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পকোড়া বিক্রির 'অপরাধে' ৪ এনএসইউআই সদস্যের প্রত্যেককে ২০,০০০ টাকা করে জরিমানা করল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, পকোড়া বিক্রিও কর্মসংস্থান। সেই মন্তব্যকে বিদ্রূপ করে কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই ৫ তারিখ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পকোড়া বিক্রি করে। এরপরই ওই সদস্যদের বিরুদ্ধে বিশৃঙ্খলার অভিযোগ এনে প্রত্যেকের ওপর ২০,০০০ টাকা জরিমানা চাপিয়েছে কর্তৃপক্ষ।
এছাড়াও একজনের হোস্টেলে থাকার সুবিধে প্রত্যাহার করে নেওয়া হয়েছে, বাকিদের পাঠিয়ে দেওয়া হয়েছে অন্য হোস্টেলে।
প্রধানমন্ত্রীর মন্তব্যের বিরোধিতা করা ছাড়াও ওই ছাত্র নেতাদের উদ্দেশ্য ছিল বিশ্ববিদ্যালয়ে যে বাধ্যতামূলক উপস্থিতি চালু হয়েছে তার প্রতিবাদ করা। এ নিয়ে জেএনইউ ক্যাম্পাসে কিছুদিন ধরেই একের পর এক প্রতিবাদ আন্দোলন চলছে। শনিবারও এর বিরুদ্ধে মানব বন্ধন হয়।
অভিযুক্ত ৪ ছাত্রের নাম আলিমুদ্দিন, মুকেশ কুমার, মণীশ মীনা ও বিকাশ যাদব। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৯ তারিখে তাঁদের যে নির্দেশ পাঠিয়েছে, তাতে রয়েছে, সবরমতী বাস স্ট্যান্ড ও প্রশাসনিক ব্লকের কাছে ৫ তারিখ রাস্তা আটকেছিলেন তাঁরা, তাকে ছাত্র, শিক্ষক সকলের সমস্যা হয়েছে। চিফ সিকিউরিটি অফিসার বারবার বারণ করা সত্ত্বেও জোর করে বিক্ষোভস্থলে খাবার রান্না করা হয়েছে। তাছাড়া রাতে একটি সিনেমা প্রদর্শনের জন্য জোর করে ইলেকট্রিক কেবল পাতা হয়েছে। এইসব কাজকর্ম বিশৃঙ্খলার নজির ও কোনও পড়ুয়ার কাছে আশা করা যায় না।
অতএব সহ উপধ্যক্ষের সিদ্ধান্ত, তাঁদের প্রত্যেককে জরিমানা দিতে হবে ২০,০০০ টাকা করে। বিকাশের আবার হোস্টেলের সুবিধেও দুটি সেমেস্টারের জন্য প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবশ্য এ ব্যাপারে কোনও মন্তব্য করেনি।
মোদীর মন্তব্যের প্রতিবাদে জেএনইউয়ে পকোড়া বিক্ষোভ, ৪ বিক্ষোভকারীর প্রত্যেককে ২০,০০০ টাকা করে জরিমানা করল কর্তৃপক্ষ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Feb 2018 12:02 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -