নয়াদিল্লি: সন্ত্রাস নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে চাপা উত্তেজনার মধ্যেই ফের একবার প্রতিবেশী রাষ্ট্রের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিলেন প্রতিরক্ষামন্ত্রী। জানিয়ে দিলেন ভারত যুদ্ধে ভয় পায় না, শুধু শান্তি চায়।

এদিন মনোহর পর্রীকর বলেন, আমরা স্বাভাবিকভাবেই শান্তি চাই। ইতিহাস সাক্ষী, ভারত কখনই যুদ্ধ চায়নি। তিনি যোগ করেন, যারা যুদ্ধের ভয়ে সমঝোতা করে, তারা কাপুরুষ। আর আমি নিজেকে কাপুরুষ বলতে চাই না।

এদিন একটি জাতীয়স্তরের সংবাদমাধ্যম আয়োজিত অনুষ্ঠানে নিজের বক্তব্য রাখছিলেন প্রতিরক্ষামন্ত্রী। সেখানেই তিনি বলেন, আমি নিশ্চিত যে, শান্তি প্রতিষ্ঠার জন্য একটা শক্তিশালী দেশের প্রয়োজন।

হামেশাই, সামরিক শক্তি বৃদ্ধির হয়ে সওয়াল করে গিয়েছেন পর্রীকর। তাঁর বিশ্বাস, দেশ সামরিক দিক দিয়ে শক্তিশালী থাকলে, কেউ (শত্রু) তাকে আক্রমণ করার সাহস দেখাবে না। পর্রীকর জানান, দেশের নিরাপত্তাকে সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে।

সম্প্রতি, পাক-অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনার অভিযানের কৃতিত্ব দাবি করা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়ে যায়। এপ্রসঙ্গে, এদিন পর্রীকর জানান, তিনি ‘সার্জিক্যাল স্ট্রাইক’-এর সিদ্ধান্তগ্রহণের জন্য কৃতিত্ব নিয়েছেন, অভিযানের জন্য নয়।

প্রতিরক্ষামন্ত্রী এ-ও মনে করিয়ে দেন, ওই অভিযানের ফলে ভারতের ক্ষমতাকে ঘিরে পাক প্রশাসনের মধ্যে একটা অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে।

একইসঙ্গে, তিনি বলেন, গত ২৩ নভেম্বর পাক ডিজিএমও (ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস)-এর অনুরোধে দু তরফের শীর্ষ সেনাকর্তাদের মধ্যে বৈঠক হয়। তারপরই নিয়ন্ত্রণরেখায় গোলাগুলি কমেছে।