হায়দরাবাদ: রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র নরেন্দ্র মোদীর জন্মদিনে বিভিন্ন মহল থেকে যখন শুভেচ্ছার ঢল, তখনই অভিনব পদ্ধতিতে তাঁকে শুভেচ্ছা জানানোর সঙ্গে নিজেদের সমস্যার কথাও তুলে ধরলেন অন্ধ্রপ্রদেশের খরাবিধ্বস্ত অঞ্চলের কৃষকরা। তাঁরা প্রধানমন্ত্রীকে ৪০০টি ৬৮ পয়সার চেক পাঠিয়েছেন।
রায়লসীমা সগুনীতি সাধনা সমিতি (আরএসএসএস) নামে একটি সংগঠন সমস্যাগ্রস্ত কৃষকদের জন্য কাজ করছে। এই সংগঠনের উদ্যোগেই অভিনব প্রতিবাদ জানিয়েছেন কৃষকরা। আরএসএসএস-এর আহ্বায়ক ইয়েরভা রামচন্দ্র রেড্ডি বলেছেন, অঢেল প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও রায়লসীমা দেশের সবচেয়ে পিছিয়ে থাকা অঞ্চলগুলির একটি। কুর্নুল, অনন্তপুর, চিত্তুর ও কাড়াপা জেলার উপর দিয়ে কৃষ্ণা ও পেন্না নদী বয়ে গেলেও, কৃষকরা জল থেকে বঞ্চিত হন। থর মরুভূমির পর অনন্তপুরেই সারা দেশের মধ্যে সবচেয়ে কম বৃষ্টি হয়। কিন্তু রাজনীতিবিদরা রায়লসীমার কৃষকদের সমস্যার প্রতি উদাসীন। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ও বিরোধী নেতা জগন্মোহন রেড্ডি রায়লসীমা থেকে নির্বাচিত হয়েছেন। তা সত্ত্বেও এই অঞ্চল থেকে মাত্র ৫৪ জন বিধায়ক থাকায় নজর দিচ্ছেন না কেউ। যে অঞ্চলে বেশি বিধায়ক, সেখানেই সবার নজর। সেই কারণেই কৃষকরা কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য অভিনব পন্থা নিয়েছেন।
প্রধানমন্ত্রীর জন্মদিনে ৬৮ পয়সার চেক পাঠালেন অন্ধ্রপ্রদেশের খরাবিধ্বস্ত অঞ্চলের কৃষকরা
Web Desk, ABP Ananda
Updated at:
18 Sep 2017 09:16 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -