জয়পুর: দেশের রাষ্ট্রপতি এবার চাইলেই সারা বছরের যে কোনও সময়ই তাঁর বাসভবনের বাগানের গাছের আম খেতে পারবেন। কারণ, রাষ্ট্রপতি ভবনের মুঘল গার্ডেনে লাগানো হয়েছে বিশেষ প্রজাতির একটি আম গাছের চারা। নাম ‘সদাবাহার’ আম।
রাজস্থানের কোটা জেলার এক কৃষক কিষাণ সুমন সম্প্রতি এই আমের গাছ লাগিয়ে গিয়েছেন। বছরের প্রত্যেকটি ঋতুতেই এই গাছে আম হয়। সুমনের দাবি, তিনি ১৭ বছর আগে এই বিশেষ প্রজাতির আম গাছটি খুঁজে পেয়েছিলেন।
এই আম গাছের চাষ টবেও করা যায় বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। আগামী ২৪ থেকে ২৬ মে কোটায় কৃষি মেলা গ্রামে ওই বিশেষ প্রজাতির আমের চারা দেখাবেন।
রাষ্ট্রপতি ভবনের বাগানে বসল সদাবাহার আম গাছ, ফলবে সারা বছর
ABP Ananda, web desk
Updated at:
16 May 2017 01:40 PM (IST)
ফাইল ছবি
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -