মুম্বই: ছবি প্রচারের অভিনব পন্থা অবলম্বন করতে চলেছে ‘ফোর্স ২’-এর শিল্পীরা। মূল অভিনেতা জন আব্রাহাম সহ ছবির কলাকুশলী এবং নির্মাতারা সিদ্ধান্ত নিয়েছেন দেশের ‘অজানা নায়ক’-দের শ্রদ্ধাজ্ঞাপন করবেন। একইসঙ্গে, তাঁদের স্বীকৃতির জন্য আবেদনও জানাবেন।
জানা গিয়েছে, টিম ‘ফোর্স ২’ রাজধানীর অমর জওয়ান জ্যোতি-তে গিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি নিজেদের দাবি পেশ করবেন। ‘অজানা নায়ক’-দের স্বীকৃতিদানের আবেদন করবেন রাষ্ট্রপতির কাছে। পাশাপাশি, জনমানসে সৈনিকদের বিষয়ে চেতনা গড়ে তুলবেন।
ছবির অন্যতম চরিত্র জন আব্রাহাম জানান, আমাদের দেশে বহু এমন অনেক শহিদ রয়েছেন, যাঁরা জীবিত অবস্থায় দেশের হয়ে বিভিন্ন গোয়েন্দা সংস্থায় কাজ করেছেন। অথচ, তাঁদের নাম কেউ শোনেনইনি অথবা তাদের নাম সকলে ভুলে গিয়েছেন।
‘অজানা নায়ক’-দের প্রসঙ্গে জন আরও বলেন, এটা দুর্ভাগ্যজনক যে এঁরা সকলেই নিজেদের জীবনকে দেশের জন্য বাজি রেখেছিলেন এটা না ভেবে যে তাঁদের এই বলিদান কোনওদিন স্বীকৃত হবে কি না।
জনের মতে, এই সকল সৈনিকদের নিয়ে উৎসব না করলেও অন্তত তাঁদের প্রাপ্য স্বীকৃতি দিতে হবে। অভিনেতার মতে, তাঁদের নতুন ছবি ‘ফোর্স ২’ এই সকল অজানা সৈনিকদের সত্যঘটনা অবলম্বনে অনুপ্রাণিত।
দেশের জন্য ‘শহিদ’ চরদের স্বীকৃতি চাইবেন জন আব্রাহাম
Web Desk, ABP Ananda
Updated at:
15 Oct 2016 07:04 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -