দান্তেওয়াড়া: ছত্তিশগড়ে বিজেপি বিধায়ক ভিমা মান্ডবী ও চার পুলিশকর্মীর হত্যায় জড়িত মাওবাদী নেতাকে খতম করল বাহিনী।
পুলিশ সূত্রে খবর, গত দুদিন ধরে সুকমা ও দান্তেওয়াড়ার সীমান্তবর্তী জঙ্গলে মাওবাদী-দমন অভিযানে নেমেছে দান্তেওয়াড়ার ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের জওয়ানরা। এদিন সকালে তোংপাল পুলিশ স্টেশনের অন্তর্গত মিসেডাব্বার জঙ্গলে নিরাপত্তাবাহিনীর সঙ্গে মাওবাদীদের গুলি বিনিময় শুরু হয়। বেশ কিছুক্ষণ ধরে দুপক্ষের মধ্যে গুলির লড়াই চলে। পরে, জঙ্গলের মধ্যে মাওবাদীরা পালিয়ে যায়। গোটা এলাকায় চিরুনি-তল্লাশি শুরু করে বাহিনী। সেই সময় হুরা নামের ওই মাওবাদী নেতার দেহ মেলে। পুলিশ জানিয়েছে, কাটেকল্যাণ কমিটির সদস্য ছিল হুরা। নিহত মাওবাদীর দেহর পাশ থেকে একটি পয়েন্ট ৩০৩ রাইফেল উদ্ধার হয়। পুলিশের অনুমান, আরও কয়েকজন মাওবাদী নিহত বা আহত হয়েছে। কারণ, আশেপাশে আরও কয়েকটি রক্তের দাগ মিলেছে। গত ৯ এপ্রিল দান্তেওয়াড়ার শ্যামগিরি গ্রামের কাছে আইইডি দিয়ে বিস্ফোরণ ঘটিয়ে একটি গাড়ি উড়িয়ে দেয় মাওবাদীরা। সেই ঘটনায় ভিমা মান্ডবী ও চার পুলিশকর্মীর মৃত্যু হয়। ওই ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিল হুরা। তার মাথার ওপর ৫ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল সরকার।
বিজেপি নেতা, চার পুলিশকর্মীর হত্যায় জড়িত মাওবাদী খতম ছত্তিশগড়ে
Web Desk, ABP Ananda
Updated at:
12 Jul 2019 03:20 PM (IST)
এদিন সকালে তোংপাল পুলিশ স্টেশনের অন্তর্গত মিসেডাব্বার জঙ্গলে নিরাপত্তাবাহিনীর সঙ্গে মাওবাদীদের গুলি বিনিময় শুরু হয়। বেশ কিছুক্ষণ ধরে দুপক্ষের মধ্যে গুলির লড়াই চলে।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -