চণ্ডীগড়: পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট ডেরা সচ্চা সৌদার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলির বিচার করছে। আদালত বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট নিয়োগ করার পরেই সিরসায় ডেরার সদর দফতরে ঢুকবে প্রশাসন। এমনই জানালেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টার। তাঁর দাবি, আদালতের নির্দেশ ছাড়া ডেরার সদর দফতরে বাহিনী নিয়ে প্রবেশ করা উচিত নয়। কোনও ঘটনার জন্য তাঁদের দিকে অভিযোগের আঙুল তোলা হোক, এটা তাঁরা চান না।

ডেরা প্রধান গুরমিত রাম রহিম সিংহ দোষী সাব্যস্ত হওয়ার পর পঞ্চকুলায় হিংসার জেরে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়। সিরসায় মৃত্যু হয়েছে ৬ জনের। এই ঘটনা নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করেন রবীন্দ্র ধুল নামে পঞ্চকুলার এক বাসিন্দা। তাঁর অভিযোগ, ১৪৪ ধারা জারি করা সত্ত্বেও অন্তত দেড় লক্ষ মানুষ পঞ্চকুলায় এসেছিলেন। ফলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়। খট্টার অবশ্য সরকারের বিরুদ্ধে ওঠা গাফলতির অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, প্রশাসন সজাগ না থাকলে পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা ছিল। তিনি পদত্যাগ করবেন না বলেও জানিয়ে দিয়েছেন।