নয়াদিল্লি: নিজেদের নিরাপত্তার জন্য ভারত সফরে আসা বিদেশি পর্যটকরা স্কার্টের মত খোলামেলা পোশাক পরা বন্ধ করুন। বললেন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী মহেশ শর্মা। রাতে মহিলা পর্যটকদের একা বাইরে না বার হতেও পরামর্শ দিয়েছেন তিনি। আগরায় তাজমহল পরিদর্শনে গিয়ে মহেশ শর্মা বলেন, ভারতীয় সংস্কৃতি পশ্চিমী সংস্কৃতির থেকে আলাদা। মহিলাদের নিরাপত্তার জন্যই তাঁদের ছোট পোশাক বা স্কার্ট না পরার অনুরোধ করা হচ্ছে। রাতে একা বার হলে বিপদে পড়তে পারেন তাঁরা।
বিদেশি পর্যটকদের জন্য নির্দেশিকা সম্বলিত যে পুস্তিকা বা প্যাম্ফলেট বার হবে তাতেও এই পরামর্শ থাকবে। মথুরা, বৃন্দাবনের মত মন্দির নগরী পরিদর্শনের সময়েও ভারতীয় সংস্কৃতির কথা তাঁদের মাথায় রাখা উচিত বলে সংস্কৃতি মন্ত্রী মন্তব্য করেছেন।
তবে একইসঙ্গে তিনি জানিয়েছেন, তাঁর কথার অর্থ বিদেশিদের কোনও নির্দিষ্ট নির্দেশিকা দেওয়া নয়, যে কোন পোশাক পরা উচিত বা উচিত নয়। শুধু রাতে বার হওয়ার সময় অতিরিক্ত সাবধান হওয়ার অনুরোধ করা হচ্ছে। কারও ব্যক্তিগত পছন্দের ওপর হস্তক্ষেপ করার কোনও ইচ্ছে সরকারের নেই।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
ভারতে 'খোলামেলা' পোশাক পরা বন্ধ করুন বিদেশিরা: কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী
ABP Ananda, web desk
Updated at:
29 Aug 2016 03:22 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -