নয়াদিল্লি: নোভেল করোনা ভাইরাস নিয়ে এবার আরও সতর্ক প্রশাসন। চিন ফেরত বিদেশি নাগরিকদের ভারতে ঢোকা নিয়ে নতুন নির্দেশিকা জারি করল ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন। এই সংস্থার তরফে জানিয়ে দেওয়া হল, ১৫ জানুয়ারির পর চিনে যাওয়া বিদেশিদের এই মুহূর্তে ভারতে ঢুকতে দেওয়া হবে না। এমনকি চিনা নাগরিকদের ভিসা বাতিলের সিদ্ধান্তও জানিয়েছে ডিজিসিএ। একই সঙ্গে ৫ ফেব্রুয়ারির মধ্যে যেসব চিনা নাগরিকরা ই-ভিসার জন্য আবেদন করেছেন, সেগুলোও বাতিল করা হবে বলে জানানো হয়েছে। তবে বিমান পরিষেবার সঙ্গে যুক্ত চিনা ও বিদেশি নাগরিকদের ভিসা বাতিল ও তাঁদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়নি।
ডিজিসিএ সার্কুলার জারি করে বলে দিয়েছেন, শুধু আকাশপথেই নয়, জল ও সড়কপথেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভারত-নেপাল, ভারত-বাংলাদেশ, ভারত-ভুটান এবং ভারত-মায়ানমার সীমান্ত থেকে চিনা ও অন্যান্য দেশের নাগরিকদের এদেশে প্রবেশের ওপর নজরদারিও বাড়ানো হয়েছে বলে সূত্রের খবর। ১৫ জানুয়ারির পর চিনে যাওয়া বিদেশিরা কোনও ভাবেই এই সীমান্তগুলো দিয়ে ভারতে প্রবেশ করতে পারবেন না।
প্রসঙ্গত, নোভেল করোনা ভাইরাসে এখনও পর্যন্ত চিনে মৃতের সংখ্যা ৮১৩। এই মহামারী পরিস্থিতিতে চিনা প্রেসিডেন্ট শি জিনপিংকে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চিনা প্রেসিডেন্টকে চিঠি লিখে সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি।