মুম্বই: সম্প্রতি একের পর এক ট্রেন দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে বুলেট ট্রেন প্রকল্প নিয়ে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করল শিবসেনা। তাদের দাবি, বুলেট ট্রেনের বদলে বর্তমানে যে ট্রেনগুলি চালু রয়েছে, সেগুলির সুরক্ষার উপর জোর দেওয়া উচিত কেন্দ্রের।
শিবসেনার মুখপত্র সামনার সম্পাদকীয়তে লেখা হয়েছে, ‘আমাদের দেশে প্রতিদিনই রেল দুর্ঘটনা ঘটে। মানুষের মৃত্যু হয় বা আহত হন। কিন্তু কেন্দ্রীয় সরকার জাপান সরকারের সহায়তায় বুলেট ট্রেন প্রকল্প বাস্তবায়িত করতে চাইছে। চলা মুরারী হিরো বননে-র মতো চলা মুরারী বুলেট ট্রেন শুরু করনে-র স্বপ্ন দেখা ভাল। কিন্তু প্রথমে চালু থাকা ট্রেনগুলিকে ঠিকমতো চালাতে হবে। পরিচ্ছন্ন প্ল্যাটফর্ম, কামরা ও শৌচাগারের ব্যবস্থা করতে হবে। সেইসঙ্গে রেলের খাবারে যাতে ইঁদুরের লেজ বা আরশোলা না থাকে, সেটাও নিশ্চিত করতে হবে।’
চলা মুরারী হিরো বননে ১৯৭৭ সালে মুক্তি পাওয়া একটি হিন্দি ছবি। সেই ছবির নায়ক মুরারী ছিল দিল্লির সাধারণ একটি ছেলে। কিন্তু পরবর্তীকালে সে মুম্বইয়ে গিয়ে হিন্দি ছবির জনপ্রিয় নায়ক হয়ে ওঠে। সেই ছবির কথা উল্লেখ করেই বুলেট ট্রেন নিয়ে কেন্দ্রকে খোঁচা দিয়েছে শিবসেনা।
একের পর এক দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে রেলমন্ত্রী সুরেশ প্রভুর পদত্যাগের ইচ্ছাপ্রকাশ নিয়েও প্রশ্ন তুলেছে শিবসেনা। সামনায় লেখা হয়েছে, ‘সুরেশ প্রভুর নৈতিকতার কারণে পদত্যাগের ইচ্ছাপ্রকাশের কথা কি সত্যি? না কি তাঁর নৈতিক বুদ্ধি বেশি, যার ফলে প্রধানমন্ত্রী তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেননি। যা-ই হোক না কেন, আজ রাজনীতিতে নৈতিকতার মতো শব্দ অর্থ হারিয়েছে। যদি মন্ত্রীদের পদত্যাগে সমস্যার সমাধান করা যেত, তাহলে রোজই এই ধরনের পদত্যাগ দেখা যেত। লালবাহাদুর শাস্ত্রী একটি ট্রেন দুর্ঘটনার পরে পদত্যাগ করেছিলেন। সেটা নৈতিকতার জয় ছিল। কিন্তু গত ৫০-৬০ বছরে রোজই ট্রেন লাইনচ্যুত হচ্ছে। আমরা এই নৈতিকতা থেকে কী শিক্ষা নিয়েছি? পদত্যাগ করার পর বিরতি নিয়ে মন্ত্রীরা স্বপদে ফিরে এসে রোজ ব্যর্থ হবেন। কিন্তু তা সত্ত্বেও আমরা নিজেদের ঢাক পেটাতে থাকব।’
বুলেট ট্রেনের স্বপ্ন ভুলে সুরক্ষায় জোর দেওয়া হোক, কেন্দ্রকে খোঁচা শিবসেনার
Web Desk, ABP Ananda
Updated at:
24 Aug 2017 05:36 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -