নয়াদিল্লি: এবার থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই বুক করা যাবে রান্নার গ্যাস।


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডিজিটাইজেশনের স্বপ্নকে বাস্তবায়িত করতে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এই সিদ্ধান্ত নিয়েছে। আর শুধু ফোন বা এসএমএসের মাধ্যমে নয়, এবার থেকে ফেসবুক, টুইটারে লগ ইন করেও গ্যাস বুক করা যাবে।

ইন্ডিয়ান অয়েলই প্রথম তৈল বিপণন সংস্থা যারা গ্রাহকদের গ্যাস বুক করার এই অতিরিক্ত সুযোগ নিয়ে এল।

কীভাবে ফেসবুক, টুইটারে করা যাবে বুকিং?

ফেসবুকে গ্যাস বুক করতে হলে প্রথমে ফেসবুকে লগ ইন করুন। তারপর যান ইন্ডিয়ান অয়েলের অফিসিয়াল ফেসবুক পেজ @ইন্ডিয়ানঅয়েলকর্পলিমিটেড-এ। সেখানে ক্লিক করুন বুক নাউ। ব্যস, গল্প শেষ।

এভাবেই টুইটারেও গ্যাস বুক করা যেতে পারে, পদ্ধতি হল @ইন্ডেনরিফিল-এ টুইট করতে হবে রিফিল লিখে। প্রথমবার যাঁরা রেজিস্ট্রি করছেন তাঁদের রেজিস্ট্রেশন করতে হবে এলপিজিআইডিতে।

গত মাসেই ইন্ডিয়ান অয়েল জানিয়ে দেয়, গ্রাহকদের কাছে আরও সহজলভ্য হয়ে উঠতে সোশ্যাল মিডিয়াকে কাজে লাগাতে চলেছে তারা।

গত জুলাই থেকে প্রতি মাসে ইন্ডিয়ান অয়েল রান্নার গ্যাসের দাম বাড়িয়ে চলেছে। তাদের লক্ষ্য, এ বছরের মধ্যে এলপিজিতে সরকারি ভর্তুকি পুরোপুরি তুলে দেওয়া।