নয়াদিল্লি: অযোধ্যা মামলায় সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানালেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তিনি বলেছেন, সুপ্রিম কোর্টের এই রায়কে কারোর জয় বা পরাজয় হিসেবে দেখা উচিত নয়। এক সাংবাদিক বৈঠকে ভাগবত বলেছেন, ‘অতীতর সব কিছু ভুলতে হবে এবং আমাদের কাছে প্রত্যাশিত কর্তব্য পালন করতে হবে’।


অযোধ্যার বিতর্কিত জমিতে রামমন্দির হবে। অযোধ্যায় বিকল্প পাঁচ একর জমি পাবে মুসলিমদের পক্ষের সুন্নি ওয়াকফ বোর্ড। বিতর্কিত অযোধ্যা মামলায় ঐতিহাসিক এই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বে শীর্ষ আদালতের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ শনিবার এই রায় দিয়েছে। সর্বসম্মতিক্রমে এই রায় দিয়েছে সর্বোচ্চ আদালত।


অযোধ্যায় মুসলিমপক্ষকে বিকল্প জমি দেওয়ার রায় সম্পর্কে জিজ্ঞাসা করা হলে আরএসএস প্রধান বলেছেন, ‘আদালত যা বলেছে, তা আমাদের খতিয়ে দেখতে হবে। আমরা চাই বিতর্কের নিষ্পত্তির জন্য সবকিছু করতে হবে সরকারকে। এখন যা কিছু করার তা সরকারকে করতে হবে। আমরা চাই মন্দির তৈরি হোক’।

সুপ্রিম কোর্টের এই রায় নিয়ে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড রিভিউ পিটিশন দায়ের করার সিদ্ধান্ত নিয়েছে। এ ব্যাপারে প্রশ্ন করা হলে ভাগবত বলেছেন, ‘এই প্রশ্ন ওই তাদের কাছেই করা উচিত’।

এই মামলায় ঐতিহাসিক রায়ে অযোধ্যা বিতর্কিত ২.৭৭ একর জমি হিন্দুদের দেওয়া হয়েছে। অন্যদিকে, মসজিদ গড়তে এই মামলার একটি পক্ষ সুন্নি ওয়াকফ বোর্ডকে অযোধ্যার কোথাও পাঁচ একর জমি দিতে সরকারকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালত কেন্দ্রীয় সরকারকে তিনমাসের মধ্যে একটি ট্রাস্ট গঠন করতে বলেছে। ওই ট্রাস্ট অযোধ্যা বিতর্কিত জমিতে মন্দির তৈরি করবে।