নয়াদিল্লি: তামিল আঞ্চলিক দলগুলিতে ভাঙন ধরেছে। এআইএডিএমকের প্রাক্তন মন্ত্রী সহ কয়েকটি তামিল দলের ১৫ জন আজ যোগ দিয়েছেন বিজেপিতে। অশোকা রোডে বিজেপি অফিসে দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহের উপস্থিতিতে দলবদল করেছেন তাঁরা।
যাঁরা বিজেপিতে এসেছেন, তাঁরা কেউই এই মুহূর্তে পুরনো দলের প্রথম সারির নেতা নন। কিন্তু তাৎপর্যপূর্ণ হল, এঁরা রাজনীতিতে পুরনো মুখ। এডিএমকের প্রাক্তন মন্ত্রী নাইনার নগেন্দ্রন যেমন। ৫৫ বছরের এই নেতা ৩০ বছরের বেশি সময় ধরে রাজনীতিতে রয়েছেন। ৪বার ভোটে দাঁড়িয়েছেন, জিতেছেন দুবার। এছাড়া ভেলোরের প্রাক্তন মেয়র, এডিএমকের কে কার্তিয়ায়িনিও যোগ দিয়েছেন বিজেপিতে। বিজেপি সূত্রে খবর, তাঁকে দলের আইটি সেলের দায়িত্ব দেওয়া হতে পারে।
এছাড়া প্রাক্তন বিধায়ক শ্রীনিবাসন ছিলেন আম্মা পেরাভাই দলের জেলা সচিব। শুক্রবার পর্যন্ত সেই পদেই ছিলেন, শনিবার যোগ দিয়েছেন বিজেপিতে।
অমিত শাহ যখন বলেছিলেন, তামিলনাড়ুতে বিজেপিকে শক্তিশালী করা তাঁর বর্তমান লক্ষ্য, তখন অনেকে হেসেছিলেন, কারণ সর্বভারতীয় এই দলের দক্ষিণে উপস্থিতি নেহাত সীমাবদ্ধ। কিন্তু যেভাবে তিনি অন্য দল থেকে পুরনো খেলোয়াড়দের নিয়ে দল গোছানো শুরু করেছেন, তাতে পরিষ্কার, বিজেপি খুব বেশিদিন দক্ষিণে এডিএমকে বা ডিএমকের ওপর নির্ভরশীল থাকবে না।
প্রাক্তন এডিএমকে মন্ত্রী নাইনার নগেন্দ্রন সহ ১৫ জন যোগ দিলেন বিজেপিতে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Aug 2017 02:04 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -