গ্রেটার নয়ডা: আন্তর্জাতিক স্তরের প্রাক্তন বক্সার জিতেন্দ্র মানের (২৭) গুলিবিদ্ধ দেহ উদ্ধার হল গ্রেটার নয়ডায় তাঁর ফ্ল্যাট থেকে। দিল্লির এই প্রাক্তন বক্সার উজবেকিস্তান, ফ্রান্স, রাশিয়ায় অনুষ্ঠিত হওয়া প্রতিযোগিতাগুলিতে যোগ দিয়েছিলেন। অবসর নেওয়ার পর তিনি গ্রেটার নয়ডার সেক্টর আলফায় একটি জিমে প্রশিক্ষক হিসেবে কাজ করছিলেন। সেই জিমের প্রধান প্রীতম টোকাস দেহটি প্রথম দেখতে পান বলে জানিয়েছেন পুলিশ সুপার (গ্রামীণ) সুনীতি সিংহ।


পুলিশ সুপার আরও বলেছেন, বুধবার সকালে শেষবার জিমে গিয়েছিলেন জিতেন্দ্র। এরপর থেকেই তাঁর মোবাইল ফোন বন্ধ ছিল। যোগাযোগ করতে না পেরে জিতেন্দ্রর ফ্ল্যাটে যান প্রীতম। তাঁর কাছে একটি চাবি ছিল। সেই চাবি দিয়ে জিতেন্দ্রর ফ্ল্যাটের দরজা খুলে প্রীতম দেখতে পান, জমাট বাঁধা রক্তের মধ্যে গুলিবিদ্ধ দেহটি পড়ে আছে। প্রীতমই পুলিশে খবর দেন। এরপর দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, খুন করার পর অপরাধীরা জিতেন্দ্রর ফ্ল্যাটের দরজা বন্ধ করে তাঁর মোবাইল ফোন নিয়ে পালিয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের চিহ্নিত ও গ্রেফতার করার চেষ্টা চলছে।

পুলিশ সূত্রে খবর, জিতেন্দ্রর বাবা সত্যপ্রকাশ ও মা রাজবালা দিল্লিতে থাকেন। ২০০৮ সালে হরিয়ানা রাজ্য বক্সিং সংস্থায় নিজের নাম নথিভুক্ত করেন জিতেন্দ্র। তিনি দিল্লির হয়েও খেলতেন। কয়েক বছর আগে অবসর নেওয়ার পর তিনি একাই গ্রেটার নয়ডায় থাকতেন। চার মাস আগে এই ফ্ল্যাটে আসেন এই বক্সার। তাঁকে কী কারণে খুন করা হল, সেটা এখনও স্পষ্ট নয়।