সিমলা: সিমলার ব্রোকহোর্স্টে  বাড়িতে উদ্ধার প্রাক্তন সিবিআই ডিরেক্টর ও নাগাল্যান্ডের প্রাক্তন রাজ্যপাল অশ্বিনী কুমারের দেহ। মৃত্যুর কারণ নিয়ে এখনও কিছু জানা যায়নি। আত্মহত্যা বলে সন্দেহ করা হচ্ছে।

সিমলার এসপি মোহিত চাওলাকে উদ্ধৃত করে সংবাদসংস্থা জানিয়েছে, শিমলায় বুধবার নিজের বাসভবনে সিবিআইয়ের প্রাক্তন ডিরেক্টর তথা নাগাল্যান্ড ও মণিপুরের প্রাক্তন রাজ্যপাল অশ্বিনী কুমারের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে।

২০০৬-এর অগাস্ট থেকে ২০০৮ পর্যন্ত হিমাচল প্রদেশের ডিজিপি ছিলেন তিনি। এরপর সিবিআই প্রধান নিযুক্ত হন। এই পদে ২০০৮ থেকে ২০১০-এৎ ৩০ নভেম্বর পর্যন্ত ছিলেন অশ্বিনী কুমার।

এরপর তাঁকে নাগাল্যান্ডের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়েছিল। ২০১৩ থেকে ২০১৪ পর্যন্ত এই পদে থাকাকালে সংক্ষিপ্ত সময়ের জন্য মণিপুরের রাজ্যপাল হিসেবেও কাজ করেছিলেন।