মাইসুরু: আগামীকাল বিজেপিতে যোগ দিচ্ছেন প্রাক্তন কংগ্রেস নেতা ও এক সময় বিদেশমন্ত্রী থাকা এস এম কৃষ্ণ। কর্নাটক বিজেপি সভাপতি বি এস ইয়েদুরাপ্পা এ কথা জানিয়েছেন।

তিনি বলেছেন, কাল দিল্লিতে জাতীয় সভাপতি অমিত শাহ ও অন্যান্য কেন্দ্রীয় স্তরের নেতার উপস্থিতিতে পাকাপাকিভাবে বিজেপিতে যোগ দেবেন বর্ষীয়াণ এই নেতা। যদিও কৃষ্ণ এই খবরের সত্যতা স্বীকার অস্বীকার কোনওটাই করেননি।

জানুয়ারির ২৯ তারিখ কংগ্রেস থেকে পদত্যাগ করেন ৮৪ বছরের কৃষ্ণ। অভিযোগ করেন, দল জানেই তা, তারা গণনেতা চায়, না চায় না।

১৯৯৯ থেকে ২০০৪ পর্যন্ত কর্নাটকের মুখ্যমন্ত্রী থাকা কৃষ্ণ ২০০৯ থেকে ২০১২ অবধি বিদেশমন্ত্রী ছিলেন। কেন্দ্রীয় মন্ত্রিত্ব ছাড়ার পর তিনি ফিরে আসেন রাজ্য রাজনীতিতে। মহারাষ্ট্রের রাজ্যপালের পদেও ছিলেন তিনি।