নয়াদিল্লি: সোমবার সমাজবাদী পার্টি (সপা) ছাড়ার পরদিনই বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী চন্দ্রশেখরের ছেলে নীরজ শেখর। গতকাল সপা ত্যাগ করে তিনি রাজ্যসভা থেকেও ইস্তফা দেন। মঙ্গলবার বিজেপির দুই সাধারণ সম্পাদক ভূপেন্দ্র যাদব ও অনিল জৈনের উপস্থিতিতে কেন্দ্রের শাসক দলে সামিল হন নীরজ।
প্রয়াত চন্দ্রশেখর দীর্ঘ রাজনৈতিক জীবনে যে বালিয়া কেন্দ্রের প্রতিনিধিত্ব করেছেন, সেখান থেকে ২০০৭, ২০০৯ -এর লোকসভা নির্বাচনে জয়ী হন নীরজ, তবে ২০১৪-র ভোটে হেরে যান। ২০০৭-এ চন্দ্রশেখরের প্রয়াণের পর তাঁকে বালিয়ায় টিকিট দিয়েছিল সপা। পরে তাঁকে রাজ্যসভায় পাঠায় সপা। ২০১৯-এর লোকসভা নির্বাচনে তাঁকে প্রার্থী করেনি তারা।
নীরজকে উত্তরপ্রদেশ থেকে রাজ্যসভা নির্বাচনে প্রার্থী করা হতে পারে বলে বিজেপি সূত্রের খবর।
চন্দ্রশেখর তাঁদের দলের সদস্য না হলেও সপা প্রতিষ্ঠাতা মুলায়ম সিংহ যাদব বালিয়ায় কখনই তাঁর বিরুদ্ধে প্রার্থী দেননি।
এদিন রাজ্যসভা চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইডু জানান, নীরজ স্বেচ্ছায় ইস্তফা দিয়েছেন বলে নিশ্চিত হওয়ার পরই তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছেন। এদিন রাজ্যসভার কাজ শুরু হলে বেঙ্কাইয়া উল্লেখ করেন, তিনি নীরজের চিঠি পেয়েছেন ১৫ জুলাই। বলেন, উনি নিজে থেকেই ইস্তফা দিলেন ও তা সত্যিকারের কিনা, সে ব্যাপারে খোঁজখবর করি। এ ব্যাপারে নিশ্চিত হওয়ার পরই সেটি গ্রহণ করি।