নয়াদিল্লি:  দেশের শীর্ষ আদলত যদি প্রাক্তন সলিসিটর জেনারেল গোপাল সুব্রহ্মণ্যমের একটি প্রস্তাবে সায় দেয়, তাহলে অদূর ভবিষ্যতেই  ল্যুটিয়েনের দিল্লি সরকারের বাসস্থান হারাতে চলেছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া, অটল বিহারী বাজপেয়ী, মনমোহন সিংহ, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এবং প্রতিভা পাতিল।

প্রসঙ্গত, সুব্রহ্মণ্যম বিচারপতি রঞ্জন গগৈ এবং নবীন সিনহার নিয়োজিত মুখপাত্র, যাঁর দায়িত্ব এক স্বেচ্ছাসেবী সংগঠনের স্বতপ্রনোদিত হয়ে করা একটি মামলা খতিয়ে দেখা।

লোক প্রহরী নামে সেই স্বেচ্ছাসেবী সংগঠন মামলা করেছিল এই প্রেক্ষিতে যে একজন ব্যক্তি প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি পদ থেকে অবসরের পর একজন সাধারণ নাগরিকের মতোই হয়ে যান। সেখানে তাঁকে যদি বিনা কারণে অতিরিক্ত সুবিধা পাইয়ে দেওয়া হয়, তাহলে মৌলিক অধিকারের রাইট টু ইকুয়ালিটিই বা সকলের জন্যে সমান অধিকার, সেটাই লঙ্ঘিত হয়। কাজেই সেটা যাতে ভবিষ্যতে না হয়, সেটাই দেখার দায়িত্বে ছিলেন সুব্রহ্মণ্যম।

এই সংক্রান্ত মামলার শুনানি রয়েছে আগামী ১৬ জানুয়ারি। মনে করা হচ্ছে, সেখানে যদি শীর্ষ আদালত সুব্রহ্মণ্যমের প্রস্তাবে সায় দেয়, তাহলে অবিলম্বে দেশের সাধারণ মানুষ বিশাল পরিবর্তন দেখতে পাবে, রাজনৈতিক ব্যক্তিত্বদের পদ ছাড়ার পরও বিশেষ সুযোগ-সুবিধা উপভোগ করার প্রক্রিয়া জোর ধাক্কা খাবে।