নয়াদিল্লি: প্রাক্তন রাষ্ট্রপতি তথা কংগ্রেসের প্রথমসারির নেতা প্রণব মুখোপাধ্যায়ের রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (আরএসএস)-এর অনুষ্ঠানে বক্তৃতা দানের আমন্ত্রণ গ্রহণ করা নিয়ে জোর রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছে। এরইমধ্যে সংঘ পরিবারের পক্ষ থেকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)-এর প্রাক্তন গভর্নর রঘুরাম রাজনকে আমন্ত্রণ জানানো হল।
শিকাগোয় বিশ্ব হিন্দু পরিষদের বিশ্ব হিন্দু কংগ্রেস ভাষণ দেওয়ার জন্য রাজনকে আমন্ত্রণ জানানো হয়েছে। শিকাগোতে বিশ্ব ধর্ম সভায় স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক বক্তৃতার ১২৫ বার্ষিকী উপলক্ষ্যে আগামী সেপ্টেম্বরে ওই অনুষ্ঠানের আয়োজন করেছে পরিষদ।
উল্লেখ্য, বিশ্ব হিন্দু পরিষদও সংঘ পরিবারের অন্তর্ভূক্ত।
রিজার্ভ ব্যাঙ্কে গভর্নর থাকাকালে রাজনের নীতির তীব্র সমালোচনা করেছিল আরএসএস। সেই রাজনকেই এবার সঙ্ঘ পরিবারের অনুষ্ঠানে ডাকা হয়েছে। ওই অনুষ্ঠানে থাকবেন আরএসএস প্রধান মোহন ভাগবতও।
২০১৬-র সেপ্টেম্বরে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর পদে মেয়াদ শেষ হওয়ার পর রাজন শিকাগো বিশ্ববিদ্যালয়ে পড়ানোর কাজে ফিরে যান।
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, পরিষদের ওই অনুষ্ঠানে আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন তিব্বতীয় ধর্মগুরু দলাই লামা, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোদী আদিত্যনাথ, হলিউড তারকা রিচার্ড গেরে এবং মার্কিন কংগ্রেসের মহিলা সদস্য তুলসি গাব্বার্ড।
চলতি বছরের এপ্রিলে বিষ্ণু সদাশিব কোকজে বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি প্রবীণ তোগাড়িয়ার স্থলাভিষিক্ত হয়েছেন।
এবার শিকাগোয় বিশ্ব হিন্দু পরিষদের অনুষ্ঠানে আমন্ত্রণ রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর রাজনকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 May 2018 11:44 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -