নয়াদিল্লি: রাজ্যসভার সাংসদপদ ছাড়ার ব্যাপারে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়ার পর বিজেপিও ছেড়েছেন নভজ্যোত সিংহ সিধু। তাঁর স্ত্রী নভজ্যোত কৌর সিধু জানিয়েছেন এ কথা।
প্রাক্তন ক্রিকেটার সিধুর স্ত্রী নভজ্যোত নিজেও বিজেপি বিধায়ক। তিনি অবশ্য এখনও দল ছাড়েননি। নভজ্যোতের বক্তব্য, তাঁর স্বামীর দৃষ্টিভঙ্গি খুব পরিষ্কার। তিনি পঞ্জাবের সেবা করতে চান, পঞ্জাব ছাড়া অন্য কোনও কিছু নিয়ে চিন্তিত নন তিনি।
আম আদমি পার্টিতে সিধুর যোগদান নিয়ে কথাবার্তা চলছে। শোনা যাচ্ছে, অকালি- বিজেপি জোটে কোণঠাসা হয়ে পড়া সিধুকে মুখ্যমন্ত্রী পদে প্রার্থী করে এএপি পঞ্জাব ভোট লড়তে পারে। পদত্যাগের পর সিধু জানিয়েছেন, ঠিক আর ভুলের মধ্যে কোনও একটা তাঁকে বাছতে হত, কারণ পঞ্জাবের স্বার্থ তাঁর কাছে সবথেকে গুরুত্বপূর্ণ। তাঁর কথায়, তিনি সাংসদ হয়েছেন মানুষের সেবা করার জন্য, দূরে বসে অপেক্ষা করার জন্য নয়।
সিধু সত্যিই বিজেপি ছেড়েছেন, জানালেন স্ত্রী
ABP Ananda, web desk
Updated at:
19 Jul 2016 07:55 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -