কৃষক আন্দোলনের সমর্থনে বেশ কয়েকজন প্রাক্তন ক্রীড়াবিদ, ফেরাবেন অর্জুন ও পদ্মশ্রী পুরস্কার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Dec 2020 12:18 PM (IST)
কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের প্রকি সমর্থন জানিয়ে বেশ কয়েকজন প্রাক্তন ক্রীড়াতারকা তাঁদের পুরস্কার ফিরিয়ে দেওয়ার কথা জানিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন বেশ পদ্মশ্রী ও অর্জুনা পুরস্কারজয়ী ক্রীড়াবিদরাও। দিল্লি চলো আন্দোলনে সামিল কৃষকদের বিরুদ্ধে বলপ্রয়োগের প্রতিবাদেই তাঁরা পুরস্কার ফিরিয়ে দেবেন বলে জানিয়েছেন।
নয়াদিল্লি: কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের প্রকি সমর্থন জানিয়ে বেশ কয়েকজন প্রাক্তন ক্রীড়াতারকা তাঁদের পুরস্কার ফিরিয়ে দেওয়ার কথা জানিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন বেশ পদ্মশ্রী ও অর্জুনা পুরস্কারজয়ী ক্রীড়াবিদরাও। দিল্লি চলো আন্দোলনে সামিল কৃষকদের বিরুদ্ধে বলপ্রয়োগের প্রতিবাদেই তাঁরা পুরস্কার ফিরিয়ে দেবেন বলে জানিয়েছেন।
পদ্মশ্রী ও অর্জুন পুরস্কারজয়ী কুস্তিগীর কর্তার সিংহ, অর্জুন পুরস্কার জয়ী বাস্কেটবল প্লেয়ার সজ্জন সিংহ চীমা, অর্জুন পুরস্কার প্রাপক হলি প্লেয়ার রাজবীর কউরের মতো ক্রীড়াবিদরা জানিয়েছেন, আগামী ৫ ডিসেম্বর দিল্লিতে গিয়ে রাষ্ট্রপতি ভবনের বাইরে তাঁদের পুরস্কার রেখে দেবেন।
দিল্লি যাত্রা থেকে বিরত করতে আন্দোলনকারী কৃষকদের বিরুদ্ধে জলকামান ও কাঁদানে গ্যাস প্রয়োগের জন্য তাঁরা কেন্দ্র ও হরিয়ানা সরকারের সমালোচনা করেছেন।
সজ্জন সিংহ চীমা বলেছেন, আমরা কৃষক সন্তান। তাঁরা গত কয়েকমাস ধরেই শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাচ্ছেন। একটাও হিংসার ঘটনা ঘটেনি। কিন্তু তাঁদের দিল্লি যাত্রা আটকাতে জলকামান ও কাঁদানে গ্যাসের সেল ব্যবহার করা হয়েছে। আমাদের বয়ঃজ্যেষ্ঠ ও ভাইজের পাগড়িই যদি খুলে যায়, তাহলে এই সব সম্মান ও পুরস্কার কী কাজে আসবে? আমরা আমাদের কৃষকদের পাশে রয়েছি।
সজ্জন বলেছেন, বেশ কয়েকজন প্রাক্তন খেলোয়াড় ৫ ডিসেম্বর দিল্লিতে গিয়ে পুরস্কার ফিরিয়ে দেবেন।
পঞ্জাব পুলিশের অবসরপ্রাপ্ত ইন্সপেক্টর জেনারেল সজ্জন বলেছেন,আমাদের কৃষকরাই যদি এমন আইন না চান, তাহলে কেন্দ্র তা তাঁদের ওপর চাপিয়ে দিচ্ছে কেন।
সজ্জন জানিয়েছেন, প্রাক্তন খেলোয়াড়রা দিল্লি বর্ডারে কৃষক আন্দোলনেও যোগ দেবেন ওই দিন।
কৃষক আন্দোলনে সমর্থন চেয়ে হরিয়ানার প্রাক্তন খেলোয়াড়দের সঙ্গেও তাঁরা যোগাযোগ করার চেষ্টা করছেন বলে জানিয়েছেন সজ্জন। তিনি জানিয়েছেন, কউর ও অর্জুন পুরস্কারজয়ী (শটপাট) বলবিন্দর সিংহের মতো প্রাক্তন খেলোয়াড়রাও তাঁদের পাশে রয়েছেন।
উল্লেখ্য, পঞ্জাব ও হরিয়ানার হাজার হাজার কৃষক দিল্লি বর্ডারের বিভিন্ন স্থানে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন কৃষি আইনের বিরুদ্ধে।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -