আলিগড়: আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে মহম্মদ আলি জিন্নার ছবি বিতর্কে অবশেষে মুখ খুললেন প্রাক্তন উপ রাষ্ট্রপতি হামিদ আনসারি। হিন্দু যুব বাহিনীর যে সদস্যরা বিশ্ববিদ্যালয়ে ঢুকে হৈচৈ বাধিয়েছিল, তাদের শাস্তি দাবি করেছেন তিনি। একইসঙ্গে পড়ুয়াদের ‘শান্তিপূর্ণভাবে’ অবস্থান বিক্ষোভের প্রশংসা করেছেন।
আনসারি নিজেও এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, এখানকার ছাত্র ইউনিয়নে তাঁর আজীবন সদস্যপদ পাওয়া সংক্রান্ত অনুষ্ঠান হিন্দু যুব বাহিনীর অশান্তির কারণে বাতিল হয়েছে বলে অভিযোগ। দিল্লিতে এক সমাবেশে বিষয়টি উল্লেখ করে আনসারি বলেছেন, যেভাবে অনুষ্ঠান বাতিল করা হল, তার সময় ও অশান্তির সমর্থনে যে ব্যাখ্যা এসেছে- সব কিছুই বহু প্রশ্নের দাবি রাখে। আর এই অশান্তির মুখে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা যেভাবে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ আন্দোলন করছেন তা প্রশংসনীয় বলে দাবি করেছেন তিনি। তবে এর ফলে তাঁদের পড়াশোনা যেন ক্ষতিগ্রস্ত না হয়, তা দেখা উচিত বলে তিনি জানিয়েছেন।
তাঁর বক্তব্য, পড়ুয়ারা যে বিচারবিভাগীয় তদন্তের পর বিশ্ববিদ্যালয়ে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা দাবি করেছেন, তা একদম সঠিক। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও একই দাবি করেছে। যদিও বিশ্ববিদ্যালয় থেকে জিন্নার ছবি সরানো উচিত কিনা সে বিষয়ে মুখ খোলেননি তিনি।
জিন্না বিতর্কে আলিগড়ের ছাত্রদের পাশেই দাঁড়ালেন প্রাক্তন উপ রাষ্ট্রপতি হামিদ আনসারি
ABP Ananda, Web Desk
Updated at:
13 May 2018 01:34 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -