নয়াদিল্লি: ২০০৮ সালে জয়পুরের ধারাবাহিক বিস্ফোরণ মামলায় ৪ জনকে দোষী সাব্যস্ত করল জয়পুরের বিশেষ আদালত। আজ বিচারক অজয় কুমার শর্মা ওই চার অভিযুক্তকে জয়পুর ধারাবাহিক বিস্ফোরণের সঙ্গে যুক্ত থাকার জন্য দোষী সাব্যস্ত করেন।


মহম্মদ সারভার আজমি, মহম্মদ সইফ, মহম্মদ সলমন, ও সইফুল রহমানকে এদিন দোষী সাব্যস্ত করা হয়। অপর এক সন্দেহভাজন শাহবাজ হুসেনকে প্রমাণের অভাবে বেকসুর খালাস দিল আদালত।

আগামীকাল দোষীদের শাস্তির পরিমান ও সময়সীমা নিয়ে শুনানি হবে।

১১ বছর আগে ২০০৮ সালে ১৩ মে একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে জয়পুরের বিভিন্ন অংশ। মোট ৮০ জন নিহত হয় ওই বিস্ফোরণে। আহত হয় ১৭০ এরও বেশী মানুষ।

মাত্র ১৫ মিনিটের মধ্যে জয়পুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বিস্ফোরণ ঘটায় অপরাধীরা। এর মধ্যে একটি জায়গা ছিল জয়পুরের অন্যতম আকর্ষণ হাওয়া মহলের একেবারে কাছে। প্রথম দুটি বিস্ফোরণ হয় মানাক চক ও জোহরি বাজারে, দ্বিতীয় দুটি বিস্ফোরণ হয় ন্যাশালান হ্যান্ডলুম সেন্টারে। এছাড়াও বিস্ফোরণ হয় তৃপলিয়া বাজার, চাঁদপোল এলাকায়। প্রতিটি এলাকাই জনবহুল হওয়ার ক্ষয়ক্ষতির পরিমাণ হয় ব্যাপক।

হামলার পরে সন্ত্রাসবাদী গোষ্ঠী ইন্ডিয়ান মুজাহিদ্দিন এই বিস্ফোরণের দায় স্বীকার করে। ওই গোষ্ঠীর সহ-প্রতিষ্ঠাতা ইয়াসিন ভটকাল এই বিস্ফোরণের ঘটনার মাস্টারমাইন্ড বলে চিহ্নিত করা হয়েছিল।