কোচি: কেরলের পেরিয়ার নদীতে ডুবে গেল দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজের তিন ছাত্র সহ কেরলের এক রিসর্টের মালিক। নদীতে ডুবে যাওয়া ছাত্রদের মধ্যে রয়েছে তৃতীয় বর্ষের সংস্কৃত বিভাগের ছাত্র অনুভব চন্দ্র এবং আদিত্য পটেল, প্রথম বর্ষের কেমিস্ট্রির বিভাগের ছাত্র কেনেথ জন এবং বেনি নামের এক বেসরকারি রিসর্টের মালিক। ঘটনাটি ঘটে শুক্রবার সন্ধে সাড়ে ছটা নাগাদ কেরলের এর্নাকুলাম জেলার পানিইয়েলি পরু নামের পর্যটন কেন্দ্রে।
দেহগুলো উদ্ধার করে পেরুমবাভুরের তালুক হাসপাতালে রাখা হয়েছে। অনুভব বিহারের বাসিন্দা এবং আদিত্য উত্তরপ্রদেশের। কেনেথ জন কেরলেরই ওয়েয়ানাদের বাসিন্দা। সেন্ট স্টিফেন্স কলেজের প্রিন্সিপ্যাল খবরের সত্যতা স্বীকার করে নিয়েছেন।
পুলিশ সূত্রে খবর, কলেজ থেকে এগারো জনের একটি দল কেরলের ওই পর্যটন কেন্দ্রে ঘুরতে এসেছিল। সেখানেই ঘটে গেল এই দুর্ভাগ্যজনক দুর্ঘটনাটি। জানা গিয়েছে, যেখানে দুর্ঘটনাটি ঘটেছে নদীর ওই জায়গাটা মারাত্মক বিপজ্জনক। ওখানে জলের তলায় আন্ডারকারেন্ট আছে এবং নদীর ওই জায়গায় মৃত্যু ফাঁদ আছে বলে জানিয়েছেন স্থানীয়রা। অথচ ওই জায়গায় নদী মাত্র কয়েক ফুট গভীর, জানিয়েছেন স্থানীয়রা।
কেরলের পেরিয়ার নদীতে ডুবে গেল দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজের তিন ছাত্র সহ চারজন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Dec 2016 11:33 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -