নয়াদিল্লি: উত্তরপ্রদেশের হাথরাসে গতকাল চারটি অস্থায়ী মাংসের দোকান পুড়িয়ে দেওয়া হল।
গতকাল ভোরে রাজ্যের এই শহরের তিনটি দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুলিশ এই ঘটনায় দুষ্কতীদের দায়ী করেছে। ভোররাত তিনটে নাগাদ কাশিরাম কলোনির দোকানের আগুন লাগার খবর পান দোকানের মালিকরা। তাঁদের দাবি, এরফলে তাঁদের ৭৫ হাজার টাকা লোকসান হয়েছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।
সূত্রের খবর, ২৪ ঘন্টা কাটতে না কাটতেই বুধবার সন্ধেয় লাডপুর গ্রামের একটি অস্থায়ী মাংসের দোকানে অগ্নিসংযোগ করা হয়। সংশ্লিষ্ট দোকানের মালিক লোকসানের দাবি করলেও পুলিশ জানিয়েছে, ওই অস্থায়ী দোকানটি বেআইনি এবং দোকানটি পুরো খালিই ছিল। ভেতরে কিছুই ছিল না। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ‘এটা একটা ছোট ঘটনা’। অগ্নিকাণ্ডের কারণও কিছু জানা যায়নি।
হাথরাস জেলা ম্যাজিস্ট্রেট অবিনাশ কৃষ্ণ সিংহও বলেছেন, এটা একটা ‘ছোট ঘটনা’।
উত্তরপ্রদেশের হাথরাসে পুড়িয়ে দেওয়া হল চারটি মাংসের দোকান
ABP Ananda, web desk
Updated at:
23 Mar 2017 02:07 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -