শ্রীনগর: ফের কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশ ব্যর্থ করল ভারতীয় সেনাবাহিনী। খতম ৪ জঙ্গি।
দিনভর কাশ্মীরে সেনা-জঙ্গি সংঘর্ষ। একইদিনে দু’টি জঙ্গি নাশকতার চেষ্টা বানচাল করল সেনাবাহিনী। মোট সাত জঙ্গির মৃত্যু হল। আজ ভোরবেলা হান্দওয়ারায় সেনা ক্যাম্পে হামলার চেষ্টা করলে তিন জঙ্গিকে খতম করে রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ানরা। এরপর রাতে নওগাম সেক্টরে আরও তিন জঙ্গিকে নিকেশ করে সেনাবাহিনী। জানা গিয়েছে, নওগামের দুটি সেক্টরে এবং রামপুরের একটিতে ঢোকার চেষ্টা করেছিল জঙ্গিদের একটি দল।
সেনাবাহিনীর এক আধিকারিক জানিয়েছেন, গুলিতে মৃত্যু হয়েছে ৪ জঙ্গির। তিনি আরও জানিয়েছেন, গোটা এলাকায় চলছে চিরুনি তল্লাশি। আরও জঙ্গির লুকিয়ে থাকার আশঙ্কা রয়েছে। জঙ্গি প্রতিরোধে কারিগরি-প্রযুক্তির মাধ্যমে নজরদারিও চালানো হচ্ছে।
প্রসঙ্গত, গতকালই নিরাপত্তা সংক্রান্ত বৈঠকে জাতীয় নিরপত্তা উপদেষ্টা অজিত দোভাল জানিয়েছিলেন, পাক অধিকৃত কাশ্মীরে প্রায় ১০০ জঙ্গি তৈরি রয়েছে জম্মু কাশ্মীর সীমান্তে প্রবেশের জন্য। তাঁর কথার প্রমাণ মিলল আজ।
সকালে হামলা হান্ডওয়াড়া ক্যাম্পে, বিকেলে নওগামে অনুপ্রবেশ রুখল সেনা, খতম ৪ জঙ্গি
Web Desk, ABP Ananda
Updated at:
06 Oct 2016 08:15 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -