প্রতিরক্ষামন্ত্রক নির্মলা সীতারামনকে, রেলে পীযূষ গয়াল, প্রভুকে শিল্প ও বাণিজ্যমন্ত্রক
Web Desk, ABP Ananda | 03 Sep 2017 01:31 PM (IST)
নয়াদিল্লি: অরুণ জেটলির হাত থেকে প্রতিরক্ষা মন্ত্রকের ভার পেলেন নির্মলা সীতারামন। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসাবে তিনি বাণিজ্য মন্ত্রক সামলেছেন এতদিন। প্রতিরক্ষামন্ত্রকের দায়িত্ব ছেড়ে মনোহর পর্রীকর গোয়ার মুখ্যমন্ত্রী হওয়ায় এই গুরুত্বপূর্ণ মন্ত্রক দেওয়া হয়েছিল জেটলিকে। এবারের রদবদলে কে প্রতিরক্ষামন্ত্রী হবেন, তা নিয়ে তীব্র কৌতূহল ছিল। তার অবসান হল অবশেষে। ইন্দিরা গাঁধীর পর এই প্রথম কোনও মহিলা প্রতিরক্ষামন্ত্রকের পূর্ণ দায়িত্ব পেলেন। এর ফলে নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটিতে প্রতিরক্ষামন্ত্রী হিসাবে থাকবেন নির্মলা। কমিটিতে রয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ও অর্থমন্ত্রী অরুণ জেটলি। এদিন নির্মলার পাশাপাশি পীযূষ গয়াল, ধর্মেন্দ্র প্রধান, মুখতার আব্বাস নকভিকেও ক্যাবিনেট মন্ত্রী করা হয়েছে, পাশাপাশি ৯জন নতুন মুখও এসেছেন মন্ত্রিসভায়। সব মিলিয়ে মন্ত্রিসভার সদস্যসংখ্যা ৭৩ থেকে বেড়ে হল ৭৬। রদবদল প্রক্রিয়ার আগেই ইস্তফা দিয়েছেন রাজীবপ্রতাপ রুডি, কলরাজ মিশ্র, বঙ্গারু দত্তাত্রেয়, সঞ্জীব কুমার বালিয়ান, ফগ্গন সিংগ কুলস্তে, মহেন্দ্র নাথ পান্ডে। বিদ্যুত্ মন্ত্রী হিসাবে ভাল কাজ করে আসা পীযূষ গয়াল হলেন নতুন রেলমন্ত্রী। তিনি সুরেশ প্রভুর জায়গায় এলেন। সম্প্রতি একের পর এক রেল লাইনচ্যুত হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে প্রভু আজই রেলমন্ত্রক থেকে ইস্তফা দেন। তাঁকে শিল্প ও বাণিজ্যমন্ত্রকের ভার দিয়েছেন মোদী। কয়লামন্ত্রকও গয়ালের হাতে রইল। নীতীন গড়কড়ির হাতেই রইল পথ পরিবহণ ও হাইওয়ে মন্ত্রক। বাড়তি জলসম্পদমন্ত্রক, নদী উন্নয়ন, গঙ্গা পুনরুজ্জীবনের দায়িত্ব পেলেন তিনি। জলসম্পদমন্ত্রক থেকে সরিয়ে পানীয় জল, স্যানিটেশনের ভার দেওয়া হল উমা ভারতীকে। স্বচ্ছ গঙ্গা কর্মসূচিতে উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ার কারণেই উমাকে সরানো হল বলে শোনা যাচ্ছে। এদিনের রদবদল ও শপথ গ্রহণ অনুষ্ঠানেও গরহাজির ছিলেন উমা। স্মৃতি ইরানির হাতেই রইল বস্ত্র ও কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের ভার। বেঙ্কাইয়া নাইডু উপরাষ্ট্রপতি হওয়ার সময় ওই মন্ত্রক ছাড়েন, তা দেওয়া হয় স্মৃতিকে। হর্ষ বর্ধনই পরিবেশমন্ত্রী থাকছেন। গত মে মাসে অনিল দাভের মৃত্যুর পর তাঁকে ওই মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়। অন্তকুমার হেগড়ে হলেন স্কিল ডেভেলপমেন্ট মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী। আর কে সিংহ ও রাজ্যবর্ধন রাঠোরকে যথাক্রমে বিদ্যুত্ ও ক্রীড়ামন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী করা হল। হরদীপ পুরী ও আলফোস কান্নানথানমকে হাউসিং ও নগরোন্নয়ন, পর্যটন প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্ব) করা হল যথাক্রমে। ধর্মেন্দ্র প্রধান পেলেন স্কিল ডেভেলপমেন্ট মন্ত্রকের বাড়তি দায়িত্ব। তেল ও গ্যাসমন্ত্রকও রইল তাঁর। মুখতার আব্বাস নকভির হাতেই সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক রাখলেন মোদী।