পঠানকোট: জম্মু থেকে ভাড়া করা এসইউভি ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক পঠানকোটে। চারজন ওই এসইউভি ভাড়া করেছিল। কিন্তু মাধোপুরের কাছে আচমকা তাদের একজন বমি পাচ্ছে বলে জানানোর পর গাড়ি থামান এসইউভি চালক। ঠিক তখনই তাঁর মাথায় বন্দুক ঠেকিয়ে তাঁকে বের করে দিয়ে গাড়িটি ছিনতাই করে নিয়ে চলে যায় চারজন। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। ছিনতাইকারী চারজন পঞ্জাবি ভাষায় কথা বলছিল। তারা জম্মু ট্যাক্সি স্ট্যান্ড থেকে এসইউভি ভাড়া করে। পুলিশ জানিয়েছে, গাড়ি চালকের নাম রাজ কুমার বলে জানা গিয়েছে। তিনি জম্মুর বাসিন্দা।
পঞ্জাব পুলিশ জানিয়েছে, তাদের একটি টিমকে জম্মুর সাম্বায় পাঠানো হয়েছে। গতকাল রাতে সেখানেই ডিনার সারে চারজন।
পঠানকোট ও তার আশপাশের নিরাপত্তা নিশ্ছিদ্র করা হয় এসইউভি ছিনতাইয়ের পর। সেখান দিয়ে যাতায়াত করা সব গাড়ি তল্লাশি করছে পুলিশ। ছিনতাইকারীদের চিহ্নিত করতে সিসিটিভি ক্যামেরা ফুটেজ পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
প্রসঙ্গত, ২০১৬-য় পঠানকোটে ভারতীয় বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালানোর আগে সেখানে পৌঁছতে পঞ্জাব পুলিশের এক অফিসারের গাড়ি ছিনতাই করেছিল সন্ত্রাসবাদীরা।
চালকের মাথায় বন্দুক ঠেকিয়ে এসইউভি ছিনতাই, আতঙ্ক পঠানকোটে, জম্মুতে টিম পাঠাল পঞ্জাব পুলিশ
Web Desk, ABP Ananda
Updated at:
14 Nov 2018 04:21 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -