নয়াদিল্লি: নরেন্দ্র মোদির ছবি লাগানো টিকিট যাত্রীদের দেওয়ার ব্যাপারে চার রেলকর্মীকে সাসপেন্ড করা হল। উত্তরপ্রদেশের বরাবাঁকি রেল স্টেশনে যাত্রীদের প্রধানমন্ত্রীর মুখের ছবি দেওয়া টিকিট ইস্যু করায় এক চিফ রিজার্ভেশন সুপারভাইজার, এক কমার্শিয়াল ইনস্পেক্টর ও দুজন রিজার্ভেশন ক্লার্ককে সাসপেন্ড করেছেন লখনউ ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার। রেলমন্ত্রক সম্পর্কে প্রধানমন্ত্রীর ছবি সহ টিকিট বিক্রি, ‘ম্যায় ভি চৌকিদার’ স্লোগান লেখা কাপে যাত্রীদের চা সার্ভ করা নিয়ে নির্বাচন কমিশনের সমালোচনার পরই এমন কড়া পদক্ষেপ।
প্রসঙ্গত, কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রকের প্রচারমূলক বিজ্ঞাপনের অঙ্গ হিসাবে মোদির ছবি বসানো টিকিট দেওয়া হয়েছে। তবে নির্বাচনের মরসুমে এতে শাসক দলের প্রচারে বাড়তি সুবিধা পাওয়ার আশঙ্কা করেছে বিরোধীরা।
ইতিমধ্যেই মোদির বায়োপিক ভোটের সময়ে দেখানো নিয়ে একপ্রস্থ বিতর্ক হয়েছে।
মডেল নির্বাচনী আচরণবিধি চালু হওয়ার পর ক্ষমতাসীন দলের ভোটে সুবিধা পাওয়ার জন্য সরকারি প্রশাসনকে কাজে লাগানো নিষিদ্ধ।
মোদির ছবি লাগানো টিকিট যাত্রীদের, চার রেলকর্মী সাসপেন্ড
Web Desk, ABP Ananda
Updated at:
16 Apr 2019 01:52 PM (IST)
প্রধানমন্ত্রীর ছবি সহ টিকিট বিক্রি, ‘ম্যায় ভি চৌকিদার’ স্লোগান লেখা কাপে যাত্রীদের চা সার্ভ করা নিয়ে নির্বাচন কমিশনের রেলমন্ত্রকের সমালোচনার পরই এমন কড়া পদক্ষেপ।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -